মাত্র ১৩ দিনে ৩০ থেকে ৪০ লক্ষে পৌঁছল করোনা আক্রান্তের সংখ্যা, শেষ একদিনে আক্রান্ত ৮৬ হাজার মানুষ!


Odd বাংলা ডেস্ক: সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা একলাফে বেড়ে গিয়ে ৪০ লক্ষ ছাড়াল। শেষ ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪৩২ জন। যার ফলে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে হল ৪০ লক্ষ ২৩ হাজার ১৭৯। ব্রাজিলের থেকে আর মাত্র প্রায় ৭০ হাজার দূরে রয়েছে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্রের পর ব্রাজিল হল সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ করোনা আক্রান্ত দেশ।

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৪০ লক্ষ ৯১ হাজার ৮০১। শেষ ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় মারা গিয়েছেন ১ হাজার ৮৯ জন। যার ফলে সারা দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে গিয়ে হল। সারা দেশজুড়ে এখনও পর্যন্ত প্রায় ৩১ লক্ষ মানুষ সুস্থ হয়ে উঠেছেন। সারা দেশে সুস্থতার হার ৭৭.২ শতাংশ। 

আমেরিকা ও ব্রাজিলের পরে ভারত এখন তৃতীয় স্থানে রয়েছে যেখানে ৪০ লক্ষেরও বেশি করোনা মামলা রেকর্ড করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের চেয়ে দ্রুত গতিতে এখন করোনা ছড়াচ্ছে ভারতে।সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩০ লক্ষ পেরোনোর পর মাত্র ১৩ দিন পরেই করোনা আক্রান্তের সংখ্যা ৪০ লক্ষের গন্ডি পেরিয়ে গেল।
Blogger দ্বারা পরিচালিত.