একদিনে দেশে করোনা আক্রান্ত ৯৭,৫৭০! একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড গড়ল ভারত


Odd বাংলা ডেস্ক: গত একদিনে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৯৭ হাজার ৫৭০ বৃদ্ধি পেয়েছে। যার ফলে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে হল ৪৬ লক্ষ ৫৯ হাজার ৯৮৪জন। গত একদিনে সর্বোচ্চ করোনা আক্রান্তের রেকর্ড গড়ল ভারত। 

তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে আরও বলা হয়েছে যে, এখনও পর্যন্ত সারা দেশে প্রায় ৩৬ লক্ষ মানুষ করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছে। এই মুহূর্তে সারা দেশে করোনা অ্যাক্টিভ কেস ৯.৫৮ লক্ষ, যা মোটের ২০.৫৬ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রকের তরফে এও বলা হয়েছে যে, দেশে গত ২৪ ঘণ্টায় ৮১ হাজার ৫৩৩ জন সুস্থ হয়ে উঠেছে। গত একদিনে সারা দেশে কোভিড আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ১ হাজার ২০১ জন। যার ফলে সারা দেশে মৃতের সংখ্যা বেড়ে গিয়ে হল ৭৭ হাজার ৪৭২। 

এই মুহূর্তে সারা বিশ্বের করোনা আক্রান্তের নিরিখে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে আক্রান্তের সংখ্যা প্রায় ৬৪ লক্ষ। আজ সকালে প্রকাশিত তথ্য অনুসারে ভারতের সুস্থতার হর ৭৭.৭৭ শতাংশ। 
Blogger দ্বারা পরিচালিত.