মানবিক ভারতীয় সেনা, ৩ পথভোলা চিনা নাগরিককে খাবার এবং স্বাস্থ্য পরিষেবা দিয়ে পাশে দাঁড়াল ফৌজি


Odd বাংলা ডেস্ক: উত্তর সিকিমের মালভূমি অঞ্চলে ১৭ হাজার ৫০০  ফুট উচ্চতায় পথ হারানো তিনটি চিনা নাগরিককে উদ্ধার করল ভারতীয় সেনা। ঘটনাটি ঘটেছে গত ৩ সেপ্টেম্বর।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, 'শূন্য ডিগ্রি তাপমাত্রায় দুজন পুরুষ এবং একজন মহিলাকে চীনা নাগরিকের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে তা বুঝে তাঁদের উদ্ধার করতেই ভারতীয় সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে পৌঁছে যায় সেখানে এবং এত উচ্চতায় যেখানে অক্সিজেনের যোগান কম সেখান থেকে তাঁদের উদ্ধার করে তাঁদের অক্সিজেন, খাবার এবং গরম পোশাক এমনকি চিকিৎসা পরিষেবাও প্রদান করেছিলেন। কঠিন আবহাওয়ায় ভারতীয় সেনাবাহিনির এমন মানবিক নদির দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলে।
সৈন্যরা ওই চিনা নাগরিকদের গন্তব্যে পৌঁছানোর জন্য তাদের যথাযথ দিকও নির্দেশ করে দিয়েছিল যার পরে তারা সুষ্ঠুভাবে ফিরে এসেছিলেন। তাঁদের সহায়তার জন্য চিনা ওই নাগরিকরা ভারত এবং ভারতীয় সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।
Blogger দ্বারা পরিচালিত.