আরও সমৃদ্ধ দেশের সমরসম্ভার, সেনাবাহিনীর জন্য তৈরি হচ্ছে 'ভাবা কবচ', যা ভেদ করতে পারবে না AK-47-এর বুলেটও


Odd বাংলা ডেস্ক: এমন একটা সময়ে যখন ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণের রেখা বরাবর একাধিক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে শুরু করেছে, তখন ভারতীয় জওয়ানদের নিরাপত্তার বিষয়টিকে আরও বেশি করে গুরুত্ব দেওয়াটা জরুরী হয়ে ওঠে। আর সেই কারণেই ভারতীয় সেনা জওয়ানদের জন্য আন্তর্জাতিক মানের বুলেট-প্রুফ জ্যাকেট তৈরির ভাবনায় কেন্দ্র। 

ভারতীয় জওয়ানদের প্রাণ সংশয়ের আশঙ্কা কমাতে এবার বুলেট প্রুফ জ্যাকেট 'ভাবা কবচ' তৈরি করা হচ্ছে। যা তৈরি করছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। হায়দরাবাদের কাঞ্চনবাগ এলাকায় অবস্থিত মিশ্র ধাতু নিগম লিমিটেড (মিধানী)-এ তৈরি করা হচ্ছে এই অভিনব বুলেটপ্রুফ জ্যাকেট। জানা গিয়েছে একে-৪৭-এর বুলেটও এই জ্যাকেট ভেদ করতে পারবে না। ইতিমধ্যেই কয়েক শতাধিক বুলেটপ্রুফ জ্যাকেট আধাসামরিক বাহিনীকে নমুনা হিসাবে সরবরাহ করা হয়েছে বলে খবর।

মিধানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় কুমার ঝা জানিয়েছেন, 'আমরা বিপুল পরিমাণে বুলেট-প্রুফ জ্যাকেট সরবরাহ করার জন্য প্রযুক্তি আয়ত্ত করেছি। বিশ্বজুড়ে যে গোলাবারুদ তৈরি হয়েছে আমরা সেদিকেও নজর রাখব এবং জ্যাকেটগুলি আপগ্রেড করার জন্য সেই অনুযায়ী উপযুক্ত পরিবর্তন করব'। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন প্রকাশিত খবর অনুসারে, বুলেট-প্রুফ জ্যাকেট ছাড়াও প্রতিরক্ষামূলক গিয়ার সরবরাহকারী বুলেট-প্রুফ যানবাহন তৈরি করা হচ্ছে।এই বুলেট প্রুফ যান, যার মাধ্যমে গাড়ির চাকায় গুলি লাগলেও সেটি অন্তত ১০০ কিলোমিটার রাস্তা অনায়াসে অতিক্রম করতে পারবে।

সূত্রের খবর, এসবের পাশাপাশি থাকছে অত্যাধুনিক সব সরঞ্জাম, যার মধ্যে ফাইবার প্লাস্টিকের ইগলু, তাঁবু এবং বিশেষ তুষার বুটের জন্য আগেই সেনাবাহিনীর তরফে আবেদন করা হয়েছিল। তীব্র ঠান্ডায় যাতে সেনাবাহিনীর যুদ্ধে কোনও সমস্যা না হয় সেকথা মাথায় রেখেই তৈরি হচ্ছে অত্যাধুনিক এইসব সরঞ্জাম। 
Blogger দ্বারা পরিচালিত.