৮০টি নতুন বিশেষ ট্রেন চলাচল শুরু করছে ভারতীয় রেল, শীঘ্রই শুরু হচ্ছে বুকিং


Odd বাংলা ডেস্ক: শনিবার ভারতীয় রেলোর তরফে জানানো হয়েছে যে আগামী  ১২ সেপ্টেম্বর থেকে ৪০ জোড়া নতুন বিশেষ ট্রেন চলাচল শুরু করবে। এদিন জানালেন রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান  বিনোদ কুমার যাদব। তিনি আরও বলেন, এই বিশেষ ট্রেনের রিজার্ভেশন শুরু হবে আগামী ১০ সেপ্টেম্বর থেকে। 

রেল মন্ত্রক সূত্রে খবর, বর্তমানে মাত্র ৭৫ শতাংশ যাত্রী নিয়ে বিশেষ ট্রেন চলাচল জারি রয়েছে। বর্তমানে সারা দেশে ২৩০টি বিশেষ ট্রেন চলাচল করছে। তার সঙ্গে আগামী ১২ সেপ্টেম্বর থেকে এই অতিরিক্ত ৮০টি ট্রেন চলাচল করছে।  এতদিন যে সংখ্যক ট্রেন চলাচল করছিল তাতে যাত্রী সংকুলান করে ওঠা রেলের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছিল। তাই প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল আরও ১০০ টি স্পেশাল ট্রেন চালানো হবে। কিন্তু আপাতত ৮০টি ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন- মানবিক ভারতীয় সেনা, ৩ পথভোলা চিনা নাগরিককে খাবার এবং স্বাস্থ্য পরিষেবা দিয়ে পাশে দাঁড়াল ফৌজি

করোনা পরিস্থিতিতে সারা দেশ যখন স্তব্ধ হয়েছিল, তার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গিয়েছিল রেল পরিষেবাও। কেন্দ্র আনলক ৪-এর নির্দেশিকা ঘোষণার পরের দিনই, ভারতীয় রেল জানিয়েছে যে, আরও বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে এবং রাজ্য সরকারগুলিকে এ নিয়ে পরামর্শও দেওয়া হচ্ছে। রেলপথ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় রেল এবিষয়ে সংশ্লিষ্ট রাজ্যগুলির সঙ্গেও আলাপ-আলোচনা চালাচ্ছে। 
Blogger দ্বারা পরিচালিত.