নতুন জীবন শুরু করতে চলেছেন? এবার বিয়ে করলেই মিলবে ৪ লক্ষ ২০ হাজার টাকা!


Odd বাংলা ডেস্ক: বিবাহিত দম্পতিদের জন্য সুখবর। জাপানের নববিবাহিত দম্পতিরা নতুন জীবন শুরু করার জন্য ৬০০,০০০ ইয়েন করে পাবেন। ভারতীয় মুদ্রায় যার মূল্য ৪ লক্ষ ২০ হাজার টাকারও কিছু বেশি। জাপানের যেকোনও পৌরসভা অঞ্চলে বসবাস করলে আগামী বছরের এপ্রিল মাস থেকে এই পরিমাণ টাকা পেতে পারবেন, যা দিয়ে তাঁরা বাড়ি ভাড়া এবং অন্যান্য ব্যয় লাঘব করতে পারেন। রবিবার জাপান সরকারের তরফে নয়া এই কর্মসূচী ঘোষণা করা হয়েছে।

জাপানে জন্মহার খুবই কম এবং এখানকার ছেলেমেয়েদের মধ্যে বিয়ে করার প্রবণতাও একেবারে নেই বললেই চলে। সাধারণত সবাই বেশি বয়সে গিয়ে বিয়ে করে আর না তো অবিবাহিতই থাকে। আর সেই কারণে বিবাহে উৎসাহ দেওয়ার জন্য বিয়ের ব্যয়ভার বহনে যাতে নবদম্পতির কোনও অসুবিধা না হয়, তার জন্য এমন অভিনব উপায় বের করা হয়েছে। 


কীভাবে পাওয়া যাবে এই অর্থ? এই টাকা পাওয়ার জন্য স্বামী-স্ত্রী দুজনেরই বয়স ৪০ বছরের কম হতে হবে। সেইসঙ্গে স্বামী-স্ত্রীর যৌথ আয় ৫.৪ মিলিয়ন ইয়েনের বেশি কখনওই হবে না। চলতি মাসের জুলাই পর্যন্ত জাপানের কেবলমাত্র ২৮১টি পৌরসভা, বা জাপানের সমস্ত শহর, শহর ও গ্রামগুলির ১৫ শতাংশ এই কর্মসূচির অন্তর্গত হয়েছে। তবে এই সংখ্যা বাড়ানোর জন্য ২০২১ অর্থবর্ষ পর্যন্ত জাপান সরকার দুই-তৃতীয়াংশ বহন করবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.