অবশেষে জল্পনার অবসান, জাপানের প্রধানমন্ত্রীর পদে বসছেন ইওশিহিদে সুগা
Odd বাংলা ডেস্ক: অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে জাপানের প্রধানমন্ত্রীর আসনে বসতে চলেছেন ক্যাবিনেট সেক্রেটারি ইওশিহিদে সুগা। সোমবার সেদেশের শাসকদল লিবারেল ডেমোক্রেটিক পার্টি-র হয়ে সর্বোচ্চ ভোট পেয়ে প্রধান হিসাবে নির্বাচিত হল সুগা।
একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, লিবারেল ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতাদের ও আঞ্চলিক প্রতিনিধিদের মোট ৫৩৪ ভোটের মধ্যে ৩৭৭ ভোটে জয়ী হন সুগা। তাঁর প্রতিদ্বন্দ্বী তথা প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী সিগেইরু ইশিবা ও এলডিপির নীতিনির্ধারণী–প্রধান ফুমিও কিশিদা অনেক ব্যবধানে পরাজিত হয়েছেন। ইশিবা পেয়েছেন ৬৮টি ভোট পান। আর কিশিদা পেয়েছেন ৮৯টি ভোট।
জানেন কে এই ইওশিহিদে সুগা?
শিনজো আবের অবর্তমানে তাঁর প্রশাসন পরিচালনা করতে পারবেন বলেই ইউশিহিদে সুগাকে তাঁর উত্তরসূরি হিসেবে নির্বাচিত করা হয়েছে, এমনটাই মত টোকিওর সোফিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ও ডিন কোইচি নাকানোর। কর্মঠ ও বাস্তববাদী নেতা হিসেবে সুগা-র উজ্জ্বল ভাবমূর্তি রয়েছে। এলডিপির মধ্যেও সুগা যথেষ্ট জনপ্রিয়।
আবের উত্তরসূরি পদের জন্য নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন আবের প্রশাসনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনকারী কিশিহিদা ফুমিও। ৬৩ বছরের ফুমিওর আন্তর্জাতিক কূটনৈতিক অভিজ্ঞতা বেশি। তবে তাঁর প্রতি বিদায়ী শিনজো আবের সমর্থন কম ছিল। আর এক পরাজিত প্রার্থী শিগেরু ইশিবা এলডিপির সাবেক মহাসচিব। আবের মন্ত্রিসভায় একসময় তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ৬৩ বছরের ইশিবার সঙ্গে আবের যথেষ্ট দূরত্ব ছিল। আবের পদত্যাগের পর তিনি নতুনভাবে সবকিছু শুরু করার প্রত্যাশা করেছিলেন।
Post a Comment