বিএমসি-র তরফে কঙ্গনার অফিস ভেঙে গুড়িয়ে দেওয়ার পর, ভিডিও বার্তায় উদ্ধব ঠাকরেকে একহাত নিলেন কঙ্গনা
Odd বাংলা ডেস্ক: রাতারাতি সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার ওপর থেকে সরে এসে এখন সংবাদ শিরোনামে উঠে এসেছেন বলিউড ক্যুইন কঙ্গনা রানাওত। আজ মুম্বইয়ে কঙ্গনা রানাউতের বিএমসির অফিসে ভাঙচুরের ঘটনা নিয়ে গোটা দেশ উত্তাল। আজ সকালে কঙ্গনা রানাউতের পালি হিলের অফিসের সামনে হাজির হন বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের কর্মীরা। সঙ্গে ছিলেন মুম্বই পুলিশও। এরপরই অভিনেত্রীর অফিসে ভাঙচুরের কাজ শুরু হয়। বিএমসির কীভাবে তাঁর অফিসে ভাঙচুর চালিয়েছে তার ছবি নিজের টুইটার হ্যান্ডেলে প্রকাশ করেন কঙ্গনা রানাউত। দেখুন সেই ভিডিও-
— Kangana Ranaut (@KanganaTeam) September 9, 2020
— Kangana Ranaut (@KanganaTeam) September 9, 2020
— Kangana Ranaut (@KanganaTeam) September 9, 2020
— Kangana Ranaut (@KanganaTeam) September 9, 2020
— Kangana Ranaut (@KanganaTeam) September 9, 2020
এরপর মুম্বই ফিরে উদ্ধব ঠাকরে-কে এক হাত নিলেন কঙ্গনা। কী বললেন তিনি, শুনে নিন-
तुमने जो किया अच्छा किया 🙂#DeathOfDemocracy pic.twitter.com/TBZiYytSEw— Kangana Ranaut (@KanganaTeam) September 9, 2020
কঙ্গনা বলেন, 'উদ্ধব ঠাকরে আপনার কী মনে হয়, মুভি মাফিয়াদের সঙ্গে মিলে আমার ঘর ভেঙে আপনি বদলা নিতে পেরেছেন। আজ আমার ঘর ভেঙেছে, কাল আপনার অহংকার ভাঙবে। এটা কেবল সময়ের অপেক্ষা, মনে রাখবেন। সময় সবার এক থাকে না। এখন আমার মনে হয় যে, আপনি আমার ভালই করেছেন। কারণ আমি জানতাম কাশ্মীরের পণ্ডিতদের ওপর কী নির্যাতন করা হয়েছে, আজ আমি তা অনুভব করলাম। আর আজ আমি এই দেশের কাছে প্রতিজ্ঞা করছি যে, আমি কেবল অযোধ্যা নিয়েই নয়, কাশ্মীর নিয়েও একটি ছবি বানাব। আর দেশবাসীকে জাগাবো। কারণ আমি জানতাম আমাদের সঙ্গে এমনটা হবে। আজ আমার সঙ্গে হয়েছে। এর নিশ্চয় কোনও অর্থ রয়েছে।উদ্ধব ঠাকরে, আপনার যে আতঙ্ক... ভালই হয়েছে এটা আমার সঙ্গে হয়েছে। কারণ এর কোনও অর্থ অবশ্যই রয়েছে। জয় হিন্দ, জয় মহারাষ্ট্র।'
Post a Comment