ভারতে শিক্ষায় শীর্ষে কেরালা, সবচেয়ে বেশি অশিক্ষা অন্ধ্রপ্রদেশে



Odd বাংলা ডেস্ক: জাতীয় পরিসংখ্যান অফিসের (এনএসও) প্রকাশিত শিক্ষা প্রতিবেদনে এ বারও শিক্ষায় ভারতে প্রথম স্থানে অর্জন করেছে কেরালা৷ কেরালায় শিক্ষার হার ৯৬.২ শতাংশ৷ দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি, ৮৯ শতাংশ৷ সবচেয়ে অশিক্ষা অন্ধ্রপ্রদেশে, সেখানে শিক্ষার হার ৬৬.৪ শতাংশ। এনএসও রিপোর্ট অনুযায়ী, ভারতের ৭টির বেশি তথাকথিত উন্নত রাজ্যের শিক্ষার হারের শোচনীয় অবস্থা৷ দক্ষিণ ভারতের রাজ্য অন্ধ্রপ্রদেশে শিক্ষার হার সবচেয়ে খারাপ। রাজ্যটির অবস্থান বিহারেরও পরে৷ বিহারে শিক্ষার হার ৭০.৯ শতাংশ৷ সেখানে অন্ধ্রের শিক্ষার হার ৬৬.৪ শতাংশ৷ 

তেলঙ্গানার অবস্থাও খারাপ৷ সেখানে শিক্ষার হার ৭২.৮ শতাংশ৷ শিক্ষার হারে প্রথম ৪ রাজ্যের মধ্যে রয়েছে আসাম ও উত্তরাখণ্ড৷ আসামে ৮৫.৯ ও উত্তরাখণ্ডে ৮৭.৬ শতাংশ মানুষ শিক্ষিত৷ শিক্ষায় শীর্ষে থাকা কেরালায় নারী ও পুরুষের মধ্যে শিক্ষার হারে পার্থক্য মাত্র ২.২ শতাংশ৷ পুরুষদের শিক্ষার হার ৮৪.৭ শতাংশ ও নারীদের ৭০.৩ শতাংশ৷ এমনকী গ্রাম ও শহরের মধ্যে শিক্ষার হারে কম পার্থক্যেও কেরালা শীর্ষে৷ কেরালার শহরাঞ্চল ও গ্রামাঞ্চলের মধ্যে শিক্ষার হারে পার্থক্য মাত্র ১.৯ শতাংশ৷ কেরালায় গ্রামাঞ্চলে নারীদের শিক্ষার হার ৮০ শতাংশের উপরে৷ শহর ও গ্রামের শিক্ষার হারের পার্থক্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি তেলঙ্গানায়৷ সেখানে পার্থক্য ২৩.৪ শতাংশ৷ রাজস্থানের অবস্থাও খুব ভাল নয়৷ রাজস্থানে শহরাঞ্চলের পুরুষ ও গ্রামাঞ্চলের নারীদের মধ্যে শিক্ষার হারে পার্থক্য ৩৮.৫ শতাংশ৷
Blogger দ্বারা পরিচালিত.