সবাই বলে “বৃহস্পতি তুঙ্গে”! আপনারটা কেমন তা বিচার করতে পারবেন নিজেই



Odd বাংলা ডেস্ক: হাতের রেখার মধ্যে অন্যতম হলো বৃহস্পতি। হাতের তর্জনীর নিচে যে উচু অংশ আছে সেখানেই বৃহস্পতির অবস্থান। চলুন আমরা জেনে নি বৃহস্পতি আমাদের ওপর কি কি প্রভাব ফেলে। কিন্তু আগে আমাদের জানতে হবে তর্জনী সম্পর্কে। আমরা সাবাই জানি যে বৃহস্পতিরর আরেক নাম গ্রহরাজ, সেই অর্থে গ্রহরাজ হিসেবে এটিকে খুব শুভ মনে করা হয়।

কোন মানুষের ওপর যদি বৃহস্পতির প্রভাব পরে তাহলে সেই ব্যাক্তি ধনশালী, বুদ্ধিমান ও শুভ সংসারের আধিকারী হয় বলে মনে কারা হয়। আবার যে সমস্ত মানুষের ওপর বৃহস্পতির প্রভাব পরেনা সেই সমস্ত ব্যাক্তির ধন-সম্পত্তি, সাংসারিক জীবন অসুবিধার মুখে পরতে হয়।

তাই মানুষের সফলতার জন্য, উন্নতির জন্য হস্তরেখার মধ্যে বৃহস্পতির স্থানটা ঠিক ভাবে থাকাটা খুবই জরুরি। তর্জনীর প্রথম ভাগ যদি মধ্যমার প্রথম ভাগের চেয়ে বড় হয় বা মধ্যমার প্রথম ভাগের মাঝা-মাঝি অবস্থান করে তাহলে সেই ব্যাক্তির বৃহস্পতি অতন্ত শুভ জায়গায় আছে।

যদি কোন ব্যাক্তির এই বৃহস্পতি অংশটি মাংসালো অথবা উঁচু হয়ে থাকে কিংবা সেই অংশটি না নরম ও কোন টাইপের চিহ্ন না থাকে বা কোন কালো চিহ্ন না থাকে তাহলে তখন বলা যায় যে বৃহস্পতি তুঙ্গে অথবা বৃহস্পতি খুব ভালো প্রভাব পড়েছে।

এরই অবস্থানের জন্য় মানুষের ভাগ্য নানান রকম হয়ে থাকে। তাহলে আমরা জেনে নি যে আমাদের জীবনে এই বৃহস্পতি কিভাবে প্রভাব বিস্তার করে আছে। সেই সুত্রে বলা যায় যে এমন বহু মানুষ আছে যাদের বৃহস্পতি ক্ষেএ উঁচু নয়, তা স্বত্বেও তারা সফল ব্যাক্তি। দেখে নিন কিছু তথ্য –


১। এটা সম্ভব তখন যখন কোন ব্যাক্তির বৃহস্পতি ক্ষেত্রে কোন একটি বন্ধনি অথবা দুটি সোজা গভীর রেখা হতে দেখা যায়। গুনীতক চিহ্নের মতো, আবার চতুর্ভুজ চিহ্ন বা ত্রিভুজ আকৃতির মতো হতে দেখা যায় তখন সেই ব্যাক্তির ভাগ্য শুভ হয়।

২। আবার কখনও কখনও দেখতে পাওয়া যায় যে বৃহস্পতি ক্ষেত্রে মৎস্য চিহ্ন থাকে, সেক্ষেত্রে সেই ব্যাক্তি খুব বেশী ধনশালী হয়। ৩। অনেক ক্ষেত্রে বৃহস্পতি ক্ষেত্রে ত্রিশূল আকৃতি থাকলে সেই ব্যাক্তি খুব ভালো নেতৃত্ব দিয়ে থাকেন। ৪। যদি তারকা চিহ্ন থাকে সে ক্ষেত্রে সেই ব্যাক্তি প্রভাবশালী জীবন জাপন করে থাকে।

আমাদের ওপরে গ্রহের প্রভাব বিবেচনা করে দেখলে বলা যায় যে বৃহস্পতির অবস্থান যার যত ভালো সে তার জীবনে ততো বেশি প্রতিষ্ঠিত হয় এবং সুন্দর ভাবে জীবন কাটাতে পারে।
Blogger দ্বারা পরিচালিত.