বাড়িতে বসে করে ফেলুন গোল্ড ফেসিয়াল, কীভাবে করবেন জেনে নিন
Odd বাংলা ডেস্ক: হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন আর তার পরই দুর্গাপুজো। আর এর মধ্যে যদি সোনার মতো ঝকঝকে ত্বক চান, তাহলে ফেসিয়াল করাটা আবশ্যক। আর হাতের কাছে যদি থাকে শেহনাজের গোল্ড স্কিন রেডিয়েন্স টাইমলেস ইউথ কিট, তাহলে তো আর কোনও কথাই নেই। আর তাই বাড়ি বসেই করে নিন গোল্ড ফেসিয়াল। কীভাবে করবেন জেনে নিন
শেহনাজের গোল্ড স্কিন রেডিয়েন্স টাইমলেস ইউথ কিট-এ যে চারটি জিনিস থাকে সেগুলি হল-
১) ২৪ ক্যারাট গোল্ড প্লাস অ্যান্টি এজিং এক্সফোলিএটিং স্ক্রাব
২) নেচার’স গোল্ড স্কিন রেডিয়েন্স জেল
৩) শেহনাজ হুসেন ময়েশ্চারাইজিং ক্রিম
৪) নেচার’স গোল্ড প্লাস বিউটিফাইং মাস্ক
এবার এই চারটি উপকরণ ব্যবহার করে কীভাবে করবেন গোল্ড ফেসিয়াল? জেনে নিন-
১) যেকোনও ফেসিয়াল কিট ব্যবহার করার আগে ত্বকটা যত্ন নিয়ে পরিষ্কার করা জরুরী। এর জন্য আপনার রেগুলার ফেসওয়াশ দিয়ে আগে মুখটা ভাল করে ধুয়ে নিন। এরপর প্রয়োজন হলে ক্লিনজিংও করে নিতে পারেন।
২) মুখ খুব ভাল করে পরিষ্কার করে নেওয়ার পরে ২৪ ক্যারাট গোল্ড প্লাস অ্যান্টি এজিং এক্সফোলিএটিং স্ক্রাব খানিকটা আঙুলে করে নিয়ে সারা মুখে খুব ভাল করে স্ক্রাবিং করে নিতে হবে। প্রথমে ক্লক-ওয়াইজ, তারপর অ্যান্টি ক্লক-ওয়াইজ করে আলতো হাতে স্ক্রাবিং করে নিন। তবে স্ক্রাবিং করার সময়ে বেশি জোরে ঘষবেন না, তাহলে কিন্তু ত্বকে রিঙ্কলস চলে আসতে পারে।
৩) স্ক্রাবিং হয়ে গেলে জল দিয়ে ভাল করে মুখ ধুয়ে নিন। এরপর মুখে ময়েশ্চার এনহ্যান্সার অ্যাপ্লাই করে তারপর করুন গোল্ড স্কিন রেডিয়েন্স জেল লাগিয়ে নিন। এই জেলটি হাতের তালুতে নিয়ে সারা মুখে ধীরে ধীরে মাসাজ করতে থাকুন। মনে রাখবেন এটি কিন্তু ২৪ ক্যারাট গোল্ড জেল। তাই এটি ততক্ষণ মাসাজ করবেন যতক্ষণ না জেলটি ত্বকে পুরোপুরিভাবে ত্বকে শুষে যায়। এরপর একটা ভেজা কটন প্যাডের সাহায্যে মুখটা পরিষ্কার করে নিন।
৪) এরপর ব্যবহার করুন শেহনাজ হুসেনের ময়েশ্চারাইজিং ক্রিম। এটিও খুবই অল্প পরিমাণে হাতের তালুতে নিয়ে আসতে আসতে মুখে মাখুন। ফেসিয়ালের ক্ষেত্রে ময়েশ্চারাইজেশান কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আঙুলের সাহায্যে আলতো করে ত্বকের ওপর ময়েশ্চারাইজারটি অ্যাপ্লাই করে নিন।
৫) এরপর সবশেষে যে বিষয়টি ছাড়া আপনার ফেসিয়াল অসম্পূর্ণ থেকে যাবে, তা হল গোল্ড প্লাস বিউটিফাইং মাস্ক। এই মাস্কটি খুব ভাল করে মুখে এবং গলায় লাগান, তবে ঠোঁট এবং চোখের চারিপাশের অংশে লাগাতে যাবেন না। এইভাবে ১৫মিনিট মাস্কটি মুখে রেখে একটি ভেজা কটন দিয়ে তুলে ফেলুন।
Post a Comment