চুলে ডিপ কন্ডিশনিং করতে চান? তাহলে চুলে লাগান বিয়ার, এইভাবে...


Odd বাংলা ডেস্ক: অ্যালকোহলের মধ্যে বিয়ার অনেকেরই পছন্দের, কিন্তু জানতেন কি, মানসিক উদ্বেগ কমানোর জন্য বিয়ার খুবই উপকারি, পাশাপাশি চুলের সুস্বাস্থ্য বজায় রাখতে বিয়ার খুবই উপকারি। একাধিক গবেষণায় দেখা গিয়েছে শ্যাম্পু ও কন্ডিশনার হিসাবে বিয়ার ব্যবহার ব্যবহার করলে তা চুলের জন্য খুবই উপকারি-

বাড়িতে কীভাবে চুলে বিয়ার ব্যবহার করবেন, জেনে নিন পদ্ধতি-


  • একটা বাটিতে কিছুটা বিয়ার ঢেলে রেখে কিছুক্ষণের জন্য পাত্রেই বিয়ারটা রেখে দিন। 



  • বিয়ারটা ডি-কার্বোনেটেড হয়ে গেলে অন্য একটা ফাঁকা পাত্রে সেটা স্থানান্তরিত করুন। কারণ, চুলে কার্বোনেটেড বিয়ার ব্যবহার করা উচিত নয় না। 


  • আপনি নিয়মিত যে শ্যাম্পু ব্যবহার করেন তা দিয়েই চুল ধুয়ে ফেলুন। আর এরপর আপনার কন্ডিশনারের পরিবর্তে বিয়ার দিয়ে চুল ধুয়ে নিন। 


  • মাথায় সরাসরি বিয়ার ঢেলে দিয়ে চুলের গোড়ায় আস্তে আস্তে মিনিটখানেক ম্যাসাজ করুন। বিয়ারে উপস্থিত খনিজ দ্রব্য আমাদের ত্বক ও চুলের পক্ষে অত্যন্ত উপকারী। তৈলাক্ত স্ক্যাল্পের ক্ষেত্রে বিয়ার অতন্ত উপকারী। 


  • খানিকক্ষণ এটি মাথায় রেখে দিয়ে তারপর ঠাণ্ডা জলে বিয়ারটা ধুয়ে ফেলুন। মাথায় কিছুটা বিয়ার থেকে গেলেও চিন্তা নেই। সপ্তাহে মাত্র এক বা দুইদিন এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। তবে অতিরিক্ত ব্যবহারে আপনার চুল রুক্ষ, শুষ্ক হয়ে যেতে পারে।  


  • বিয়ার কন্ডিশনারের উপকারিতা বাড়াতে চাইলে এর মধ্যে মধু, অ্যাপেল সিডার ভিনিগার, ডিম, ক্যামোমাইল তেল, জোজোবা তেল ইত্যাদি সঙ্গে যোগ করতে পারেন।


  • তবে চুল পড়া, খুশকি বা অন্য কোনও ক্রনিক সমস্যা থাকলে ব্যবহার না করাই বাঞ্ছনীয়। সেক্ষেত্রে মেডিকেটেড কন্ডিশনার ব্যবহার করা উচিত। তবে যেকোনও সিদ্ধান্ত নেওয়ার আগে প্রথমে চিকিৎসকের পরামর্শ নিন। 
Blogger দ্বারা পরিচালিত.