রান্না করার সময় হাতে ফোসকা পড়েছে? এই নিয়মগুলি মানলে সেরে যাবে জ্বালা-পোড়াভাব

Odd বাংলা ডেস্ক: রান্না করতে করতে আচমকাই হাতে তেল ছিটকে এসে ফোসকা পড়ে গেল! এ ঘটনা নিশ্চয় আপনার সঙ্গেও ঘটেছে? কিন্তু হাতে ফোসকা পড়লে তা থেকে মুক্তি পাওয়ার উপায়ও রয়েছে। জেনে নিন উপায়-

  • ফোসকার উপর টুথপেস্ট লাগান। এতে ফোসকার ভেতরের জল খুব সহজেই শুষে যায়। জ্বালা ও ফোলাভাবও কমে যায় সহজে।
  • গ্রিন টি ব্যবহার করুন। কারণ গ্রিন টি-র মধ্যে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট ও অ্যান্টিইনফ্ল্যামেটরি উপাদান দ্রুত ফোলাভাব এবং জ্বালা কমাতে সাহায্য করে। গ্রিন টি না থাকলে সাধারণ লিকার চা ঠাণ্ডা করেও ফোসকার ওপরে লাগান।
  • ছ্যাঁকা লাগা বা ফোসকার অংশে ডিমের সাদা অংশ লাগান, সেটা ফোসকা পড়তেই দেবে না।
  • ফোসকা মোকাবিলায় সবচেয়ে উপকারী হল নুন জল। ঠান্ডা জলে নুন মিশিয়ে ওই জল ফোসকার অংশে লাগিয়ে নিন। সেই অংশ ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন। ফোসকা সহজেই গায়েব হয়ে যাবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.