প্রতীক্ষার অবসান, সমস্ত কোভিড প্রোটেকল মেনে নিউ নর্মালে চালু হল কলকাতা মেট্রো পরিষেবা


Odd বাংলা ডেস্ক: দীর্ঘ ৬ মাস পর গতকাল অর্থাৎ ১৩ সেপ্টেম্বর নিট পরীক্ষার্থীদের জন্য প্রথম চালু হয়েছিল কলকাতার মেট্রো পরিষেবা। আর আজ থেকে পরিষেবা শুরু করা হল সাধারণ মানুষের জন্য। প্রথম দিনে সেই চিরাচরিত মেট্রো প্লাটফর্মের ছবি অবশ্য এদিন দেখা যায়নি। সকালের দিকে মেট্রোর রেকগুলি ছিল একেবারেই ফাঁকা। গুটিকয়েক মানুষকে দেখা গিয়েছে মাথায় ক্যাপ, মুখে মাস্ক এবং ফেসশিল্ড পরে মেট্রো সফর করতে। 

নিউ নর্মালে প্রথমদিন কীভাবে সমস্তরকমের কোভিড প্রোটোকল মেনে যাত্রী পরিষেবা চালু করল মেট্রো কর্তৃপক্ষ, তা কলকাতার মেট্রোর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। দেখে নিন তারই কিছু ঝলক। 


পাশাপাশি মেট্রো সফরের আগে ই-পাস চেকিং এবং থার্মাল স্ক্রিনিং করে তবেই যাত্রীদের মেট্রোয় সফর করার অনুমতী দেওয়া হচ্ছে। তবে যারা এখনও ই-পাস ডাউনলোড করতে পারছেন না, তাদের সাহায্যের জন্য সংশ্লিষ্ট স্টেশনে মেট্রোর আধিকারিকরা রয়েছেন, যাঁরা ই-পাস ডাউনলোড করতে সাহায্য করছেন।

Blogger দ্বারা পরিচালিত.