নিউ নর্মালে ৮ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে না মেট্রো, তাহলে কবে? জেনে নিন


Odd বাংলা ডেস্ক: রাজ্যে সরকারের সঙ্গে আলোচনার পর সমাধানসূত্র মেলার পরই শহরে মেট্রো পরিষেবা ফেরু চালু হবে। আগামীকাল বৃবস্পতিবার রাজ্য এবং মেট্রো কর্তৃপক্ষ বৈঠকে বসতে পারেন বলে মনে করা হচ্ছে। সেখানে ভিড় নিয়ন্ত্রণের বিষয়টির ওপরেই বিশেষ গুরুত্ব দেওয়া হবে। যার জেরে মনে করা হচ্ছে আগামী ১৫ সেপ্টেম্বর থেকেই কলকাতার লাইফলাইন মেট্রো রেল পরিষেবা পুনরায় চালু করা হবে।


মেট্রো সূত্রে খবর পাওয়া গিয়েছে, করোনা পরিস্থিতিতে টোকেন দেওয়ার পদ্ধতি আর থাকছে না, দেওয়া হবে না স্মার্ট কার্ডও। অনলাইন অ্যাপের মাধ্যমে স্মার্ট কার্ড রিচার্জ করতে হবে। করোনাকালে ট্রেন চালু করা হলেও পরিস্থিতি বুঝে ট্রেনের সংখ্যা নিয়ন্ত্রণ করা হতে পারে। তবে স্টেশনে বা স্টেশনের বাইরে যাতে ভিড় না হয়, প্রত্যেক যাত্রীরা যাতে সামাজিক দূরত্ববিধি মেনে চলতে পারে সেই বিষয়ে মেট্রো কর্তৃপক্ষ রাজ্যের সহযোগীতা আশা করতে পারে বলে মনে করা হচ্ছে।

আপাতত মেট্রো পরিষেবা সকাল ৮ থেকে রাত ৮ টা পর্যন্ত চালু থাকবে। তবে নিউ নর্মালে সপ্তাহের সাতদিন‌ই পরিষেবা বহাল থাকবে নাকি, রবিবার বন্ধ থাকবে, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এছাড়াও মেট্রো যাত্রার ক্ষেত্রে মাস্ক পরাটা বাধ্যতামূলক করা হয়েছে। করোনা সংক্রমণের উপসর্গ নেই একমাত্র সেই যাত্রীরাই মেট্রো সফর করতে পারবেন। কোনও স্টেশন যদি কন্টেনমেন্ট জোনের মধ্যে পড়ে, তাহলে সেই স্টেশন বন্ধ থাকবে।
Blogger দ্বারা পরিচালিত.