সেপ্টেম্বর মাস থেকে বদলে যাচ্ছে নিয়ম, না জানা থাকলে হবে বড়সড় লোকসান
Odd বাংলা ডেস্ক: সেপ্টেম্বর থেকে সাধারণ মানুষের জীবনে আসতে চলেছে বড় বদল ৷ যা যা বদলাতে চলেছে তার মধ্যে LPG, Home Loan, EMI, Airlines-সহ একাধিক জিনিস রয়েছে৷ এর প্রভাব সরাসরি পড়তে চলেছে মধ্যবিত্তের পকেটে ৷ একইসঙ্গে জারি হচ্ছে Unlock 4 নির্দেশিকা| LPG সিলিন্ডারের দাম বদল- করোনা পরিস্থিতিতে রোগের আতঙ্কের পাশাপাশি পাল্লা দিয়ে জিনিসপত্রের দাম বাড়ায় নাজেহাল অবস্থা সাধারণ মানুষের ৷ কিন্তু সেপ্টেম্বর একটু হলেও স্বস্তি দিতে পারে মধ্যবিত্তকে ৷ প্রত্যেক মাসের পয়লা তারিখে গ্যাস সিলিন্ডারের দাম বদল করা হয় ৷
সেপ্টেম্বর মাসে LPG, CNG ও PNG এর দাম কমতে পারে ইঙ্গিত মিলেছে ৷ দামী হতে চলেছে বিমানযাত্রা- পয়লা সেপ্টেম্বর থেকে বাড়তে চলেছে বিমান ভাড়া ৷ Civil Aviation Ministry অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক বিমানে ASF চার্জ বৃদ্ধি করতে চলেছে ৷ আগামিকাল থেকে অন্তর্দেশীয় বিমানে এএসএফ ১৫০ টাকার জায়গায় দিতে হবে ১৬০ টাকা৷ আন্তর্জাতিক বিমানে ৪.৮৫ ডলারের ক্ষেত্রে ৫.২ ডলার নেওয়া হবে ৷ পরিষেবা শুরু করবে Indigo- আগামিকাল অর্থাৎ পয়লা সেপ্টেম্বর থেকে বিমান পরিষেবা ধাপে ধাপে শুরু করার কথা ঘোষণা করেছে ৷
শুরু হবে প্রয়াগরাজ, কলকাতা ও সুরাতে বিমান পরিষেবা ৷ ভোপাল-লখনউ রুটে কোম্পানির ১৮০ আসনের এয়ার বাস ৩২০ চালাবে ইন্ডিগো ৷ আপাতত সপ্তাহের তিনদিন, সোমবার, বুধবার এবং শুক্রবার চলবে ৷ EMI-এর সময়সীমা পরিবর্তন- করোনা সঙ্কটের জেরে যে গ্রাহকরা লোন নিয়েছিলেন তাঁদের ইএমআই দেওয়ার সময়সীমা ৩১ অগাস্ট শেষ হতে চলেছে ৷ স্টেট ব্যাঙ্ক ও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আগামী সপ্তাহে এই বিষয়ে ঘোষণা করতে পারে ৷ ব্যাঙ্কিং সেক্টর আর এই সময়সীমা বাড়াবে কিনা তা পরিষ্কার নয় ৷ ধর্মঘট ডাকতে পারেন Ola-Uber চালকরা ৷
দিল্লি-এনসিআর সেক্টরে পয়লা সেপ্টেম্বর ওলা ও উবের চালকরা ধর্মঘট ডাকতে পারেন ৷ ভাড়া বাড়ানোর পাশাপাশি একাধিক দাবি নিয়ে তারা ধর্মঘটের ডাক দিয়েছে ৷ মনে করা হচ্ছে প্রায় ২ লাখ ক্যাব চালক এই হরতালে সামিল হবেন ৷ সেপ্টেম্বর মাস থেকে জিএসটি ভরতে দেরি হলে লাগবে ১৮ শতাংশ সুদ ৷
Post a Comment