'আমি কোনও ইভেন্টেই মাস্ক পরি না, তাতে কী হয়েছে?' বেফাঁস মন্তব্য জেরবার বিজেপি নেতা!
Odd বাংলা ডেস্ক: মধ্যপ্রদেশে কোভিড-১৯-এর ক্রমবর্ধমান পরিস্থিতিতে সেরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা নরোত্তম মিশ্র করে বসলেন এক আলটপকা মন্তব্য। তিনি জোর গলায় দাবি করেছেন, যে তিনি কোনও ইভেন্টে বা অনুষ্ঠানে মাস্ক পরেন না!
এরপরই কংগ্রেসের তরফে তীব্র বিরোধীতা করা হয় তাঁর এই মন্তব্যকে ঘিরে। এরপরই মন্ত্রী তাঁর মন্তব্যে খানিক কাটছাঁট করে নিয়ে বলেন, তাঁর শারীরিক অবস্থার কারণেই তিনি ফেস মাস্ক পরে থাকতে পারেন না। ইন্দৌরের একটি অনুষ্ঠানে তাঁকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন যে, তিনি কেন মাস্ক পরেন না, তখন তিনি যথেষ্ঠ দাপটের সঙ্গে জবাব দেন যে, 'আমি কোনও অনুষ্ঠান বা ইভেন্টেই মাস্ক পরি না, তাতে কী হয়েছে?'
আরও পড়ুন- ভারতে কৃষি বিল নিয়ে উত্তাল ভারত, শুরু হয়েছে কৃষক আন্দোলন
তবে ওই অনুষ্ঠানে বিজেপি নেতা নরোত্তম মিশ্রের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁপ মন্ত্রীসভার সহকর্মী তুলসীরাম সিলাওয়াত এবং বিজেপির অন্যান্য নেতারাও, কিন্তু তাঁরা সকলেই এই করোনা পরিস্থিতিতে মাস্ক পরেছিলেন। যদিও এই ঘটনায় থেমে থাকেনি কংগ্রেস। তারা সুর চড়িয়ে দাবি করেছেন, কোভিড-১৯ নিয়মাবলী কেবলমাত্র সাধারণ মানুষের জন্য তৈরি! মধ্যপ্রদেশে কংগ্রেসের মুখপাত্র নরেন্দ্র সালুজা টুইট করে লিখেছেন, "এমন কেউ কি আছে, যে তাঁর (নরোত্তম মিশ্র) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সাহস রাখে? নিয়ম কি কেবল সাধারণ মানুষের জন্য?"
Post a Comment