সারা দেশে এই প্রথম, খুচরো সিগারেট-বিড়ি কেনার ওপর নিষেধাজ্ঞা করল রাজ্য সরকার
Odd বাংলা ডেস্ক: খুচরো সিগারেট ও বিড়ি বিক্রি করা বন্ধ করল মহারাষ্ট্র সরকার। বিড়ি এবং সিগারেট কিনতে গেলে গ্রাহকদের এবার থেকে পুরো প্যাকেটটাই কিনতে হবে। তাই এবার থেকে 'দাদা, দুটো সিগারেট দিন'- একথা আর বলা যাবে না। সিগারেট এবং বিড়ি বিক্রির ক্ষেত্রে এমনই অভিনব নিষেধাজ্ঞা জারি করেছে মহারাষ্ট্র সরকার।
জানা গিয়েছে, মূলত ধূমপায়ীদের স্বাস্থ্যের কথা ভেবে এমন স্বাস্থ্য সচেতনতামুলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের প্রথমে এই প্রথম কোনও রাজ্য খুচরো সিগারেট বা বিড়ি বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করল। আর এর জেরেই একপ্রকার বিপাকে পড়েছেন ধূমপায়ীরা। তবে মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন চিকিৎসক মহল। কিন্তু কেন এই পদক্ষেপ নেওয়া হল? ওয়াকিবহাল মহল সূত্রে খবর, সিগারেট-বিড়ির কুপ্রভাব নিয়ে ধূমপায়ীদের সচেতন করতে এর প্যাকেটে স্বাস্থ্যসংক্রান্ত বিধিবদ্ধ সতর্কীকরণ থাকে, যা খুচরো সিগারেট বা বিড়ির ক্ষেত্রে রাখা সম্ভব নয়।
সিগারেট, বিড়ি নিয়ে মহারাষ্ট্রের জনস্বাস্থ্য দফতরের এই নতুন নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, সিগারেট এবং অন্যান্য তামাকজাত পণ্য (বিজ্ঞাপন নিষিদ্ধ এবং বাণিজ্য, উৎপাদন, সরবরাহ ও বিতরণ নিয়ন্ত্রণ) আইন ২০০৩-এর ৭ ধারার ২ নম্বর উপধারার আওতায় খোলা সিগারেট, বিড়ি বিক্রিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
Post a Comment