নির্মম! কোয়ারেন্টাইন সেন্টারে নাবালিকার শ্লীলতাহানি, অবশেষে গ্রেফতার অভিযুক্ত


Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাস আক্রান্ত ১৭ বছরের এক নাবলিকাকে একটি কোয়ারেন্টাইন সেন্টারে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল সেন্টারের এক জীবাণুনাশক স্প্রে শ্রমিকের বিরুদ্ধে। ২০ বছরের ওই শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। 

গত ৯ সেপ্টেম্বর কোভিড-১৯ পজিটিভ পরীক্ষা করার পরে মেয়েটিকে মানখুড়ের কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয় তাকে। এরপর সোমবার সকালে অভিযুক্ত দিপেশ সালভি ওই কোয়ারেন্টাইন সেন্টারে যায়। পুলিশ সূত্রে খবর, দিপেশ ওই নাবালিকার শ্লীলতাহানির চেষ্টা করে এবং নিজেকে বাঁচাতে ওই নাবালিকা তাকে একটা চড় মারেন। এরপর আক্রান্ত নাবালিকা তাঁর বাড়ির লোককে জানালে বাড়ির লোক তড়িঘড়ি মানকুর্ড পুলিশ স্টেশনে খবর দেন। পুলিশ আরও জানিয়েছে অভিযুক্তের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য দুজন প্রত্যক্ষদর্শীও এগিয়ে এসেছেন। 
Blogger দ্বারা পরিচালিত.