ভয়াবহ খাদ্যাভাস, শরীরের ওজন বেড়ে ২২৫ কেজি
Odd বাংলা ডেস্ক: একশ নয়, দুইশও নয়, ২২৫ কেজি ওজনের শরীর নিয়ে অনলাইন দুনিয়া কাঁপাচ্ছেন গেইনার বুল ওরফে ব্রায়েন। ভয়াবহ খাদ্যাভাসের কারণে তার ৮১ কেজি ওজনের শরীর ২৪ বছরেই ২২৫ কেজিতে পৌঁছেছে। আর মজার বিষয় যে ব্রায়েনের খাদ্যাভাসের সব খরচ যোগান দেয় তার ভক্তরাই। সম্প্রতি তার ভুড়িওয়ালা বিশাল শরীর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
সংবাদ মাধ্যমের খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাসবাস করেন গেইনার বুল ওরফে ব্রায়েন। শখের বসেই নিজের ওজন বাড়াতে শুরু করেন তিনি।
সংবাদ মাধ্যমকে ৪৪ বছর বয়সী ব্রায়েন বলেন, ছোটবেলা থেকেই কার্টুনের ভক্ত ছিলাম। হৃষ্টপুষ্ট কার্টুন চরিত্রগুলোকে ভালোবাসতাম।
সেই থেকেই নিজেকে ওই রকম হৃষ্টপুষ্ট করার চেষ্টা শুরু করি। মাত্র ১০ বছর বয়স থেকেই ধীরে ধীরে ওজন বাড়াতে শুরু করলাম। একইসঙ্গে ব্যায়ামও শুরু করেছিলাম। ২০ বছর বয়স থেকে খাওয়াও বাড়িয়ে দিলাম।
তিনি বলেন, ২০ বছর বয়সে শরীরের ওজন ছিল ৮১ কেজি। আর ৪৪ বছর বয়সে ওজন বেড়ে ২২৫ কেজিতে দাঁড়িয়েছে। আর এ ওজন বাড়াতে প্রতিদিন ১০ হাজার ক্যালোরির খাওয়া-দাওয়া করেছি।
এদিকে ব্রায়েনের খাওয়া-দাওয়া অনলাইনে রীতিমতো সাড়া ফেলেছে। অনুরাগীরা ব্রায়ানের খাবার জোগাড় করে দিচ্ছে। ব্রায়ান সোশ্যাল মিডিয়া ফেসবুক ও ইনস্টাগ্রামে নিজের প্রোফাইলে শারীরিক ব্যায়াম ও খাওয়া-দাওয়ার ভিডিও পোস্ট করেন। আর টাকা খরচ করে সেই ভিডিও দেখেন তার ফলোয়াররা। সেই টাকায় ব্রায়ানের খাবারের ব্যবস্থা হয়।
Post a Comment