৩৯ জনকে হত্যা, হামলাকারীর হাজার বছরের কারাদণ্ড
Odd বাংলা ডেস্ক: ইস্তানবুলের একটি নাইটক্লাবে ২০১৭ সালে হামলা চালিয়ে ৩৯ জনকে হত্যা ও ৭৯ জনকে হত্যা চেষ্টার দায়ে এক ব্যক্তিকে এক হাজার তিনশ’ বছরের বেশি সময়ের কারাদণ্ডের আদেশ দিয়েছে তুরস্কের একটি আদালত।
সোমবার আবদুল কাদির মাশারিপভ নামের উজবেকিস্তানের নাগরিককে এই দণ্ড দেয়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
২০১৭ সালের নববর্ষ উদযাপনের সময় ইস্তানবুলের রেইনা নাইটক্লাবে ঢুকে পড়ে নির্বিচার গুলি চালানো শুরু করে এক ব্যক্তি। এতে ৩৯ জন নিহত ও অপর ৭৯ জন আহত হয়। ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠী এই হামলার দায় স্বীকার করে।
তিন বছর ধরে বিচার চলার পর সোমবার ওই মামলার দণ্ড ঘোষণা করা হয়। নির্বিচার হত্যা এবং তুরস্কের সংবিধান লঙ্ঘনের দায়ে আবদুল কাদির মাশারিপভকে দণ্ডিত করা হয়। ৩৯ জনকে হত্যার দায়ে ৪০ বার যাবজ্জীবন কারাদণ্ড এবং ৭৯ জনকে হত্যাচেষ্টার দায়ে এক হাজার ৩৬৮ বছরের দণ্ড দেয়া হয়। তবে প্যারোলে মুক্তি পাওয়ার সুযোগও পাবে না মাশারিপভ।
Post a Comment