জলমগ্ন মঙ্গল! লালগ্রহের বুকে নতুন করে ৩টি হ্রদের হদিশ পেলেন গবেষকরা


Odd বাংলা ডেস্ক: মঙ্গল গ্রহে বরফের চাদরের নীচে একটি বিরট হ্রদের সন্ধান পেয়েছিলেন গবেষকরা, আর এবার লাল গ্রহে সন্ধান মিলল আরও ৩টি হ্রদের সন্ধান। 'নেচার অ্যাস্ট্রনমি' নামে বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত একটি গবেষণায় জানানো হয়েছে নতুন করে মঙ্গল গ্রহে আরও তিনটি হ্রদ আবিস্কার করা হয়েছে। 

ওই গবেষণা সূত্রেই জানা গিয়েছিল যে, বছর দুয়েক আগে মঙ্গল গ্রহে একটি নোনা জলের হ্রদের সন্ধান পাওয়া গিয়েছিল। গবেষকরা জানিয়েছেন, একটি বড় হ্রদ এবং তার কাছাকাছি আরও তিনটি হ্রদের সন্ধান পাওয়া গিয়েছে। ওই চারটি জলাধার মোট ৭৫ হাজার বর্গকিলোমিটার জুড়ে বিস্তৃত। যা আয়তনে জার্মানির এক পঞ্চমাংশ! এর মধ্যে সবচেয়ে বড় হ্রদটি ৩০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং তা সংলগ্ন আরও কয়েক কিলোমিটার জুড়ে বিস্তৃত রয়েছে বাকি হ্রদগুলি। 


এমন সুবিশাল হ্রদের সন্ধান পাওয়ায় বিশেষজ্ঞদের সামনে মঙ্গল নিয়ে গবেষণার একটি নয়া দিক উন্মোচিত হল বলে মনে করা হচ্ছে। তব জলের সন্ধান মিলেছে যখন, তার মানে কি মঙ্গলে প্রাণের সন্ধানও থাকতে পারে? এনিয়ে এখনই কোনও মন্তব্যে যেতে নারাজ বিজ্ঞানীরা, তবে সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.