শুরু হচ্ছে মেট্রো পরিষেবা, এদিকে সংক্রমণের পরিমাণ দৈনিক ৯০ হাজার ছাড়িয়েছে



Odd বাংলা ডেস্ক: দেশে দৈনিক সংক্রমণের হার ৯০ হাজার ছাড়িয়েছে। ব্রাজিলকে ছাড়িয়ে করোনা পরিসংখ্যানে দু'নম্বরে উঠে এসেছে দেশ। সুস্থ হওয়ার পরও কোভিড আক্রান্ত হচ্ছেন কেউ কেউ। এই জটিল পরিস্থিতির মধ্যেই আজ রাজধানী দিল্লিতে শুরু হচ্ছে মেট্রো চলাচল। কন্টেইনমেন্ট জোন বলে চিহ্নিত জায়গাগুলিতে মেট্রো থামবে না। এছাড়া আবাসনমন্ত্রক সূত্রে খবর, কোনও স্টেশনে ড্রাইভার যদি লক্ষ্য করেন সামাজিক দূরত্ববিধি লঙ্ঘিত হচ্ছে, সেই স্টেশন মেট্রো দাঁড়াবে না। দেশে লকডাউনের শুরু থেকেই বন্ধ মেট্রো পরিষেবা। 

এই কয়েক মাসে ক্রমেই অবনতি হয়েছে পরিস্থিতির। রবিবার অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসের ডিরেক্টর চিকিৎসক রণদীপ গুলেরিয়া জানিয়েছেন দেশের করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ২০২১-এও থাকতে পারে করোনার ঢেউ। তিনিই বলেন, বহু মানুষকে এখনও মাস্ক, গ্লাভস ছাড়াই ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে এই কারণেই করোনার এই বাড়বাড়ন্ত। এই আবহে মেট্রো চলাচল শুরু করা যে যথেষ্ট চ্যালেঞ্জের ব্যাপার মানছে সব পক্ষই। সোমবার থেকে আপাতত নিয়মিত ৪৯ কিলোমিটার পাড়ি দেবে দিল্লির মেট্রো। মোট ৩৭টি স্টেশনে দাঁড়াবে ট্রেন। সকালে ৭টা থেকে ১১ টা পর্যন্ত এবং বিকেলে ৪টে থেকে ৮টা পর্যন্ত চলবে মেট্রো।
Blogger দ্বারা পরিচালিত.