বাড়ি বানাতে মোদী দেবে ৩.৫০ লাখ টাকা, আজই করুন আবেদন
Odd বাংলা ডেস্ক: বাড়ি কেনার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে সাবসিডি পাওয়ার সুযোগ রয়েছে ৷ উত্তরপ্রদেশের আবাস বিকাশ পরিষদ রাজ্যের ১৯ শহরে ৩৫১৬ প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ির জন্য ১ সেপ্টেম্বর থেকে বুকিং শুরু হয়ে গিয়েছে ৷ গরিবদের বাড়ি তৈরির জন্য সরকারের তরফে ৩.৫০ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে ৷ এই যোজনায় বাড়ি কিনতে ইচ্ছুক ব্যক্তিরা ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন ৷
এই যোজনা অন্তর্গত প্রথমবার বাড়ি কেনার জন্য CLSS বা ক্রেডিট লিঙ্কড সাবসিডি দেওয়া হয়৷ অর্থাৎ বাড়ি কেনার লোনে সুদের হারে সাবসিডি দেওয়া হয় ৷
কেন্দ্র সরকারের এই যোজনায় ক্রেডিট লিঙ্কড সাবসিডি স্কিম ৩১ মার্চ ২০২১ পর্য়ন্ত বাড়ানো হয়েছে ৷ এই যোজনায় ২.৫০ লক্ষের বেশি পরিবার সুবিধা পাবেন ৷ ২৫ জুন ২০১৫ সালে এই স্কিম চালু করা হয়েছিল ৷
বুকিং করলে তাদের বাড়ি দেওয়া হবে যাদের আয় ৩ লক্ষ টাকার কম ৷ রাজ্যের গরিব পরিবাররা মাত্র ৩.৫০ লক্ষ টাকায় বাড়ি পাবেন ৷ এই টাকা ৩ বছরের মধ্যে তাদের ফেরত দিতে হবে ৷ প্রথমে উত্তরপ্রদেশ হাউজিং ডেভেলপমেন্ট কাউন্সিল ৫ বছরের কিস্তিতে বাড়ি দেওয়ার প্রস্তাব তৈরি করেছিল ৷ কিন্তু এখন তা কম করে ৩ বছর করা হয়েছে ৷ এই যোজনায় গরিব পরিবারদের দেওয়া বাড়ির কার্পেট এরিয়া ২২.৭৭ বর্গমিটার ও সুপার এরিয়া ৩৪.০৭ বর্গমিটার হবে ৷
Post a Comment