চাষ করতে গিয়ে লক্ষাধিক টাকার লোকসান কৃষকের, বিমা বাবদ পেলেন মাত্র ১ টাকা!


Odd বাংলা ডেস্ক: করোনা পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক পরিস্থিতি কার্যত তলানিতে গিয়ে ঠেকেছে। এরই মধ্যে কৃষিবিল নিয়ে কেন্দ্র ও বিরোধী সংঘাত কার্যত তুঙ্গে। মোদী সরকার চক্রান্ত করে প্রান্তিক চাষীদের শেষ করে দেওয়ার পরিকল্পনা করছে। প্রসঙ্গত, মোদী জমানায় কিন্তু দেশে কৃষক আত্মহত্যার পরিসংখ্যাও কিন্তু কপালে ভাঁজ ফেলে দেওয়ার মতো। আর এই পরিস্থিতিতে প্রকাশ্যে এল মধ্যপ্রদেশের এক কৃষকের দুরবস্থার কথা। 

মধ্যপ্রদেশের পুরানলাল নামে ওই চাষির অভিযোগ যে, তাঁর ১ লক্ষ টাকার ফসলের ক্ষতি হয়েছে কিন্তু পরিবর্তে তিনি পেয়েছেন মাত্র ১ টাকা। জানা গিয়েছে চাষবাস করেই জীবিকা নির্বাহ করেন তিনি। কিন্তু প্রায় আড়াই হেক্টর জমিতে চাষ করা কষ্টের ফসল নষ্ট হয়ে যায় তাঁর। সেই জন্য তিনি ফসলের ক্ষতির জন্য সরকারের কাছে বিমার টাকার আবেদন করেন তিনি। কিন্তু দেখা যায় মাত্র ১ টাকা ঢুকেছে তাঁর অ্য়াকাউন্টে। কিন্তু মধ্যপ্রদেশ সরকারের তরফে দাবি করা হয় যে, ওই কৃষকের অ্যাকাউন্টে ২২ লক্ষ টাকা পাঠানো হয়েছে। তবে শুধু পুরালালই নয়। আরও দুজন চাষীর অ্যাকাউন্টে যথাক্রমে ৭০ এবং ৯২ টাকা করে ঢুকেছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.