লকডাউনের সময় প্রতিদিন ঘণ্টায় ৯০ কোটি টাকা আয় করেছেন মুকেশ আম্বানি
Odd বাংলা ডেস্ক: করোনা মহামারির বাড়বাড়ন্ত রুখতে মার্চ মাসের শেষের দিকে সারা দেশজড়ে লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর কেটে গিয়েছে প্রায় ৬ মাস। আজ নিউ নর্মালে এসেও পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। চাকরি হারিয়ে আজ বেকার অসংখ্য মানুষ। দেশের আর্থিক অবস্থা কার্যত মুখ থুবড়ে পড়েছে। কিন্ত এই কঠিন পরিস্থিতির মধ্যেও লকডাউনে প্রতি এক ঘণ্টায় ৯০ কটি টাকা আয় করেছেন মুকেশ আম্বানি।
আইআইএফএল ওয়েলথ হারুন ইন্ডিয়া রিচ লিস্ট (IIFL Wealth Hurun India Rich List), ২০২০ নামে একটি বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, গত ন'বছর ধরে টানা ভারতের সবচেয়ে বেশি ধনী ব্যক্তির তালিকায় শীর্ষে রয়েছেন মুকেশ আম্বানি। পাশাপাশি, গত এক বছরে তাঁর ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ২ কোটি ৭৭ লক্ষ ৭০০ কোটি টাকা থেকে বেড়ে গিয়ে হয়েছে ৬ কোটি ৫৮ লক্ষ ৪০০ কোটি টাকা। আর সেই কারণেই বিশ্বের প্রথম পাঁচ জন ধনী ব্যক্তির নামের তালিকায় একমাত্র ভারতীয় হিসাবে নাম রয়েছে মুকেশ আম্বানির। বিশ্বে চতুর্থ ধনী ব্যক্তি হলেন মুকেশ আম্বানি।
লকডাউনের সময় ফেসবুক থেকে শুরু করে একাধিক বহুজাতিক সংস্থার শেয়ার কিনেছে রিলায়েন্স। আর এইভাবেই ফুলে ফেঁপে উঠেছে আম্বানির সম্পত্তি। ভারতের ধনী ব্যক্তির তালিকায় এ নিয়ে টানা নবমবার শীর্ষস্থান ধরে রাখলেন মুকেশ আম্বানি।
Post a Comment