ড্রাগচক্রে যুক্ত থাকার অভিযোগে রিয়া-শৌভিকের বাড়িতে হানা দিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো


Odd বাংলা ডেস্ক: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় জড়িত মাদক পাচারের তদন্তের মামলায় শুক্রবার সকালে রিয়া ও শৌভিক চক্রবর্তীর বাড়িতে অভিযান চালায় নারকোটিক কন্ট্রোল ব্যুরো।

সুশান্ত সিং রাজপুতের বাড়ির ব্যবস্থাপক স্যামুয়েল মিরান্ডার বাড়িতেও নারকোটিক কন্ট্রোল ব্যুরোর আরেকটি দল অভিযান চালায়। এনসিবি কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে তদন্ত-অভিযান চলছে। সূত্র জানায়, এনসিবি এনডিপিএস আইন অনুসারে তল্লাশি অভিযান চালাচ্ছে।


এনসিবির ডেপুটি ডিরেক্টর কেপিএস মালহোত্রা ইন্ডিয়া টুডে-কে বলেছেন, 'এটি একটি পদ্ধতিগত বিষয়, যা আমরা অনুসরণ করছি। এটি অভিযান রিয়া এবং স্যামুয়েল মিরান্ডার বাড়িতে করা হচ্ছে।

রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শোমিক এবং স্যামুয়েল মিরান্ডার ভূমিকা এনসিবির তত্ত্বাবধানে আসার পরে তাঁদের মোবাইল ফোনের চ্যাট এবং কথোপকথন ওষুধের ক্রয়, পরিবহন এবং ড্রাগ সেবনের ইঙ্গিত দেয়। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলার সঙ্গে জড়িত মাদক পাচার মামলায় এনসিবি এখনও পর্যন্ত দু'জন অভিযুক্ত কন্ট্রাব্যান্ড ডিলারকে গ্রেফতার করেছে। তারা হল- জায়েদ বিলাত্রা ও বাসিত পারিহার।
Blogger দ্বারা পরিচালিত.