নেটফ্লিক্সে ‘বিনামূল্যে’ দেখা যাবে সিনেমা-সিরিজ



Odd বাংলা ডেস্ক: করোনাভাইরাসের কারণে ঘরবন্দি জীবন কাটাচ্ছেন বিশ্বের সিংহভাগ মানুষ। ঘরবন্দি এই জীবন অনেকের কাছেই হয়ে উঠেছে চরম অস্বস্তিকর। এমন সময় সুখবর দিচ্ছে অনলাইন প্লাটফর্ম নেটফ্লিক্স। প্লাটফর্মটি সিরিজ ও সিনেমা মিলিয়ে ১০টি কনটেন্ট একদম ফ্রি করে দিয়েছে। 
‘ওয়াচ ফ্রি’ লিস্টে যা যা আছে:
বার্ড বক্স (থ্রিলার জাতীয় সিনেমা)
দ্য বস বেবি: ব্যাক ইন বিজনেস (সিরিজ)
এলিট (সিরিজ)
গ্রেস অ্যান্ড ফ্রাঙ্কি (সিরিজ)
লাভ ইজ ব্লাইন্ড (সিরিজ)
মার্ডার মিস্ট্রি (সিনেমা)
আওয়ার প্ল্যানেট (সিরিজ)
স্ট্রেঞ্জার থিংস (সিরিজ)
দ্য টু পোপস (সিনেমা) ও
হোয়েন দে সি আস (সিরিজ)

নেটফ্লিক্সের মুখপাত্র বলেন, আমরা নেটফ্লিক্স পরিবারকে আরো বড় করতে বিভিন্ন প্রচারণার কৌশলগুলো ঝালিয়ে দেখছি। সিনেমাগুলো পুরোটাই দেখা যাবে। তবে সিরিজগুলোর কেবল প্রথম এপিসোডগুলো দেখা যাবে। আশা করি, দর্শক প্রথম এপিসোড দেখে বাকিগুলোও দেখতে চাইবেন। আর আমাদের পরিবারকে আরো বড় করবেন। আর এগুলো দেখার জন্য আপনাকে কোথাও সাইনআপ বা লগইন করতে হবে না। কেবল দুটো ক্লিকই যথেষ্ট।
Blogger দ্বারা পরিচালিত.