সুখবর! ভারতের স্বস্তি, করোনায় দৈনিক সুস্থতা লাখ ছাড়াল
Odd বাংলা ডেস্ক: অবশেষে স্বস্তির দেখা মিলেছে ভারতে। রেকর্ড করোনা সংক্রমণের ধারা কমতে শুরু করেছে। পাশাপাশি সুস্থতার হারও বাড়ছে। গত তিনদিন টানা রেকর্ড সুস্থতা দেখা গেছে। মঙ্গলবার দৈনিক সুস্থতার সংখ্যা প্রথমবার এক লাখের গণ্ডি ছাড়িয়ে গেছে।
একইসঙ্গে নতুন আক্রান্তের সংখ্যা অনেকটা কমে ৭৫ হাজারের কাছাকাছি নেমে এসেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে ৭৫ হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। দেশটিতে এখনো পর্যন্ত মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ লাখ ৬২ হাজার ৬৬৪ জন।
মোট আক্রান্তের সংখ্যাটা উদ্বেগজনক হলেও দৈনিক কেস একধাক্কায় অনেকটা কমে যাওয়ায় কিছুটা স্বস্তি পেয়েছে ভারত।
সেই স্বস্তি আরো বাড়িয়েছে দৈনিক সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে ১ লাখ ১ হাজার ৪৬৮ জন করোনা রোগী সেরে উঠেছেন। ফলে দেশটিতে মোট করোনা যুদ্ধে জয়ীদের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ লাখ ৯৭ হাজার ৮৬৭ জন। অর্থাৎ সুস্থতার হার ৮০.৮৬ শতাংশ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, 'টানা তিনদিন ভারতে সুস্থতার সংখ্যা অত্যন্ত বেশি থাকছে।
প্রতিদিন ৯০ হাজারের বেশি করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি বা প্রাতিষ্ঠানিক আইসোলেশন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১ লাখ ১ হাজার ৪৬৮ জন করোনা থেকে সেরে উঠেছেন।'
গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৫৩ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৩৯৫ জন। শতাংশের হিসাবে ১.৬।
Post a Comment