সুশান্তের মৃত্যুকে টেনে রাজনৈতিক প্রচার বিহার বিজেপির
Odd বাংলা ডেস্ক: বিহার বিজেপির রাজনৈতিক প্রচারের অংশ এবার সুশান্তের মৃত্যু। এ নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে সমালোচনা। বিহার বিজেপির সাংস্কৃতিক সেলের তরফে সেই স্টিকার তৈরি করা হয়েছে। সেগুলি গাড়িতে লাগানো হচ্ছে। একইসঙ্গে প্রয়াত অভিনেতার নাম লেখা মাস্কও তৈরি করা হয়েছে। বিজেপির সাংস্কৃতিক সেলের আহ্বায়ক বরুণ কুমার সিং বলেন, ‘জুন থেকেই আমরা সুশান্তের ন্যায়বিচারের জন্য আমরা প্রচার করছি। উনি যুব প্রজন্মের হৃদয়ে রাজত্ব করতেন।’
যদিও বছর শেষে বিহার বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সেই প্রচার নিয়ে সরব হয়েছে আরজেডি। বিজেপির প্রচারকে ‘সস্তার রাজনীতি’ হিসেবে উল্লেখ করেছেন লালুপ্রসাদ যাদবের দলের মুখপাত্র মৃত্যুঞ্জয় তিওয়ারি। বলেন, 'এটায় (সুশান্তের মৃত্যুর ঘটনা) রাজনৈতিক রং চড়ানো বাজে।' তবে সুশান্তের ভাবাবেগ নিয়ে জনতার কাছে যাতে ‘ভুলবার্তা’ না যায়, তা নিশ্চিত করতে তিনি দ্রুত যোগ করেন, আরজেডি নেতা তেজস্বী যাদবই প্রথম সুশান্তের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুলেছিলেন।
Post a Comment