শর্ট ফিল্মের নামে চলছে অশ্লীলতা! লাগাম দিতে প্রস্তুত হচ্ছে সরকার



Odd বাংলা ডেস্ক: স্বল্প সময়ের ফিল্মকে শর্ট ফিল্ম বলে। আর একটু স্পষ্ট করে বলা যায় কোন ঘটনাকে ছোট আকারের একটা ভিডিও দিয়ে প্রকাশ করাই হলো শর্ট ফিল্ম। ক্যামেরার সহজলভ্যতার কারণে শর্টফিল্ম নির্মাতার সংখ্যাও এখন ধরাছোঁয়ার বাইরে। চাইলেই যে কেউ যেকোন গল্পে নির্মাণ করছেন শর্টফিল্ম। একই সাথে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে শর্ট ফিল্মের। 

অনেক মেধাবী নির্মাতা অক্লান্ত পরিশ্রম করে ভাল স্ক্রিপ্ট দিয়ে শর্ট ফিল্ম নির্মান করেন। পক্ষান্তরে অনেকেই সস্তা জনপ্রিয়তার আশায় শর্ট ফিল্মের বিষয়বস্তু হিসেবে যৌনতাকে বেছে নেন। খোলামেলা ছবি আর রগরগে দৃশ্যই থাকে এই সব শর্ট ফিল্মের মূল আকর্ষণ। বিশেষ করে ভারতীয় বেশিরভাগ শর্ট ফিল্মে এমন দৃশ্য দেখা যায়। এইসব শর্ট ফিল্মে যৌন দৃশ্যে অভিনয়ে কোন রাখঢাক থাকে না। 

এদিকে ওয়েব প্ল্যাটফর্মের এই সমস্ত ক্ষেত্রে লাগাম টানতে পারে কেন্দ্রীয় সরকার। খুব তাড়াতাড়ি একটি ওয়েব মনিটরিং দফতর তৈরি হতে পারে বলে খবর বিশেষ সূত্রে।    


Blogger দ্বারা পরিচালিত.