সর্বকালের রেকর্ড গড়ল ভারত, সারা দেশে একদিনে করোনা আক্রান্ত ৮৩,৮৮৩!
Odd বাংলা ডেস্ক: কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে আজ সকালে যে রিপোর্ট প্রকাশ করেছে, তাতে একদিনে করোনা আক্রান্তে সর্বকালে রেকর্ড গড়ল ভারতবর্ষ। জানা গিয়েছে ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা আক্রান্ত হয়েছেন, দেশের ৮৩ হাজার ৮৮৩জন মানুষ! যার ফলে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩৮ লক্ষের গণ্ডি পেরলো।
আর মাত্র দেড় লক্ষ সংক্রমণ ঘটলেই ব্রাজিলকে ছুঁয়ে ফেলবে ভারত! ব্রাজিল এই মুহূর্তে সারা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ করোনা আক্রান্ত দেশ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১ লক্ষ ৭২ হাজার ১৭৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যা একদিনে সর্বোচ্চ সংখ্যক নমুনা পরীক্ষার রেকর্ড গড়েছে। আর সেই মোতাবেকই একদিনে সর্বোচ্চ সংখ্যক করোনা আক্রান্তের হদিশ মিলল ভারতে।
অন্যদিকে সারা দেশে একদিনে মৃত্যু হয়েছে ১ হাজার ৪৩ জনের। যার ফলে সারা দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে গিয়ে হল ৬৭ হাজার ৩৭৬। এখনও পর্যন্ত সারা দেশে করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৯ লক্ষ মানুষ। সারা দেশের মধ্যে সবচেয়ে করোনা বিধ্বস্থ রাজ্য হল মহারাষ্ট্র, এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কর্ণাটকা।
Post a Comment