সকাল থেকে প্রণব মুখার্জির গ্রামের স্কুলে মানুষের ঢল
Odd বাংলা ডেস্ক: প্রায় সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর আজ হঠাৎ করে খুলে গেল কীর্ণাহার শিব চন্দ্র হাইস্কুলের সদর দরজা। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার প্রত্যন্ত গ্রামের এই স্কুলের ছাত্র ছিলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। আর সেই স্কুলে ২০১৩ সালে তাঁর ব্যবহৃত অনেক জিনিস নিয়ে তৈরি হয় একটা মিউজিয়াম।
‘সকাল থেকে স্কুলের বাইরে কয়েকশো লোকের ভিড় করে। তারা সবাই এসেছিলেন প্রণব বাবুর মিউজিয়াম দেখতে।
করোনার জন্য স্কুল তো বন্ধ। কিন্তু আজ আমরা স্কুল খুলতে বাধ্য হলাম। কারণ মানুষ মিউজিয়ামে আসতে চেয়ে ছিলেন,’ বললেন স্কুল কমিটির সভাপতি অমিত কুমার ভট্টাচার্য।
আজ দুপুরে যখন ভারতের রাজধানী দিল্লিতে প্রণব মুখার্জির শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হলো তখন প্রায় দুইহাজার কিলোমিটার দূরে ছোট্ট গ্রামের স্কুলের সামনের লাইনে দাঁড়িয়ে ছিলেন অনেক মানুষ। মিউজিয়ামে প্রণবের স্কুলের পরীক্ষার মার্কশীট, স্কুলের খাতা-বই থেকে শুরু করে বয়সকালে সারা দুনিয়া থেকে পাওয়া হাজারো প্রশংসাপত্র রয়েছে। তা ছাড়াও আছে তাঁর ব্যবহার করা জিনিস।
‘তিনি আমাদের গ্রামের এই স্কুল থেকে বেরিয়ে অনকে উচ্চতায় পৌঁছে ছিলেন। মৃত্যুর পর সব জানতে পারলাম। তাই আজ এই মিউজিয়াম দেখতে এসেছি,’ জানালেন দশম শ্রেণির ছাত্র শুভজিৎ দাস।
মিউজিয়াম ঘুরে দেখার সময় সাধারণ মানুষের একটাই আলোচ্য বিষয় ছিল আর তা হলো প্রকৃত মেধাবী হলেই শিখরে পৌঁছানো যায়। ‘শুনেছি তিনি খুব মেধাবী ছিলেন এবং খুব শৃঙ্খলা পরায়ন ছিলেন।রোজী নিয়ম করে খবরের কাগজ পড়তেন এবং বিতর্ক সভায় অংশগ্রহণ করতেন" জানিয়েছেন স্কুলের ইংরেজি শিক্ষক প্রভাকর ব্যানার্জি।
Post a Comment