প্রাক্তন রাষ্ট্রপতিকে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি-সহ আরও বিশিষ্ট ব্যক্তিত্বরা
Odd বাংলা ডেস্ক: প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু এবং তিন বাহিনীর প্রধানও মঙ্গলবার সকালে প্রয়াত ভারতরত্নকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।
#WATCH Delhi: Prime Minister Narendra Modi pays last respects to former President #PranabMukherjee at his residence, 10 Rajaji Marg. pic.twitter.com/m5nTXr4oOU— ANI (@ANI) September 1, 2020
দিল্লিতে প্রণব মুখোপাধ্যায়ের বাসভবন ১০ নম্বর রাজাজি মার্গে শায়িত রয়েছে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির দেহ। এদিন সকালে তাঁকে শেষ শ্রদ্ধা নিবেদন করতে সেখানে একে একে উপস্থিত হন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব। প্রতিরক্ষা এদিন মন্ত্রী রাজনাথ সিং, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, বায়ুসেনা প্রধান অ্যাডমিরাল করমবীর সিং,চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদুরিয়া শেষ শ্রদ্ধা জানান প্রণব মুখোপাধ্যায়কে।Delhi: Prime Minister Narendra Modi pays last respects to former President #PranabMukherjee at his residence, 10 Rajaji Marg. pic.twitter.com/xWQmb2HP0L— ANI (@ANI) September 1, 2020
Delhi: President Ram Nath Kovind paid last respects to former President #PranabMukherjee at his residence, 10 Rajaji Marg today. pic.twitter.com/RzYzQCI24P— ANI (@ANI) September 1, 2020
তাঁর প্রয়াণে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র। আজ বিকেলে কোভিড প্রোটোকল মেনে, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সাত দিন দেশের সমস্ত জায়গায় তেরঙ্গা অর্ধনমিত থাকবে। অন্যদিকে, প্রাক্তন রাষ্ট্রপতি তথা বাংলার গর্ব প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণে আজ পশ্চিমবঙ্গ সরকারও ছুটি ঘোষণা করেছে।
Post a Comment