'নিজের প্রাণ নিজে বাঁচান কারণ প্রধানমন্ত্রী এখন ময়ূর নিয়ে ব্যস্ত', মোদীকে খোঁচা রাগার


Odd বাংলা ডেস্ক: মোদী সরকারের করোনা মোকাবিলা পদ্ধতি নিয়ে শুরুর দিন থেকে সমালোচনা করে আসছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজ সকালে ফের একবার নাম করেই নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আজ সকালে টুইট করে রাহুল লেখেন, 'দেশের মানুষে নিজের প্রাণ নিজে বাঁচান ,কারণ প্রধানমন্ত্রী এখন ময়ূর নিয়ে ব্যস্ত।'

আরও পড়ুন- আরও সমৃদ্ধ দেশের সমরসম্ভার, সেনাবাহিনীর জন্য তৈরি হচ্ছে 'ভাবা কবচ', যা ভেদ করতে পারবে না AK-47-এর বুলেটও

কংগ্রেস নেতা রাহুল গান্ধী এদিন টুইট করে লেখেন, 'ভারতের করোনাভাইরাস মামলা এই সপ্তাহেই ৫০ লক্ষের গণ্ডি ছাড়িয়ে যাবে এবং করোনা অ্যাক্টিভ হবে ১০ লক্ষ। একটি মানুষের অহংকারের উপহার হল একটি অপরিকল্পিতভাবে ঘোষিত লকডাউন, যার ফলে সারা দেশজুড়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। মোদী সরকার বলছেন, আত্মনির্ভর হও, যার অর্থ হল নিজের প্রাণ নিজে বাঁচান কারণ প্রধানমন্ত্রী এখন ময়ূর নিয়ে ব্যস্ত।'

আজ একক টুইট বার্তায় রাহুল কোভিড সংক্রমণ বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন এবং সরকারকে পরিকল্পনা ছাড়াই লকডাউন বাস্তবায়নের বিরুদ্ধেও অভিযোগ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে গত মাসে শেয়ার করা একটি ভিডিও-কেও উল্লেখ করেছেন, যেখানে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী মোদী তাঁর লোক কল্যাণ মার্গের বাসভবনে ময়ূরের সঙ্গে সময় কাটাচ্ছেন। ভিডিও ক্লিপটিতে প্রধানমন্ত্রীকে তাঁর বাসভবনের ভিতরে একটি ময়ুরকে খাওয়ানোরও ছবি দিয়েছিলেন। 
Blogger দ্বারা পরিচালিত.