করোনাকে পরাস্ত করে একদিনে দেশে সুস্থ হয়ে উঠল ১ লক্ষেরও বেশি মানুষ, সুস্থতার হার ৮০.৮৬%

Odd বাংলা ডেস্ক: করোনার কামড় যেমন বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে কিন্তু বাড়ছে দেশের সুস্থতার সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত তথ্যের ভিত্তিতে গত একদিনে দেশে প্রায় ১ লক্ষ ১ হাজার ৪৬৮ জন করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন। একদিনে এটাই সর্বোচ্চ সুস্থতার সংখ্যা। 

তবে অন্যান্য দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা অনেকটাই কম হয়েছে। গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫,০৮৩জন। যার ফলে সারা দেশের মোট আক্রান্তের সংখ্যা ৫৫ লক্ষের গণ্ডি পেরিয়ে গেল। পাশাপাশি গত একদিনে সারা দেশে করোনায় মারা গিয়েছেন ১,০৫৩ জন। 

পরিসংখ্যান বলছে শুরুর দিন থেকে আজ পর্যন্ত সারা দেশজুড়ে প্রায় ৪৫ লক্ষ মানুষ (৪৪ লক্ষ ৯৭ হাজার ৮৬৮ জন) সুস্থ হয়ে উঠেছে। সারা দেশে এই মুহূর্তে সুস্থতার হার বেড়ে গিয়ে হয়েছে ৮০.৮৬ শতাংশ। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.