'এক মাদকাসক্ত-অবসাদগ্রস্ত ব্যক্তিকে ভালবাসার মাশুল গুনছে রিয়া', মন্তব্য রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে


Odd বাংলা ডেস্ক: রবিবার থেকে টানা জেরা করা হচ্ছিল সুশান্ত মৃত্যু মামলার অন্যতম অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে। অবশেষে আজ বিকেলে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে মাদক সেবনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে 'জলেবি' অভিনেত্রীকে।  রিয়ার গ্রেফতারির পর প্রকাশ্যে এল রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডের চাঞ্চল্যকর অভিযোগ। 

তিনি জানিয়েছেন, 'তিনটি কেন্দ্রীয় সংস্থা হাত ধুয়ে একজন মেয়ের পিছনে পড়ে রয়েছে, কারণ সে এমন একজনকে ভালবাসত যে মাদকাসক্ত এবং বেশ কয়েক বছর ধরে মানসিকভা অবসাদগ্রস্ত ছিল এবং মুম্বইয়ের পাঁচজন নামী মনোরোগবিশেষজ্ঞ তাঁর চিকিৎসা করছিলেন। তাঁকে বেআইনিভাবে দেওয়া ওষুধ সেবন করে এবং আত্মহত্যা করে নিজের জীবন শেষ করে দিয়েছে। '



সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে, গত ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের ভার সিবিআই-এর হাতে তুলে দেওয়ার পর ২৮ বছর বয়সী অভিনেত্রী একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে এসে দাবি করেছিলেন যে, তিনি কোনওদিনও সেবন করেননি। গত সপ্তাহে তার ভাই শৌভিক চক্রবর্তীকে গ্রেপ্তার করেছিল এনসিবি।
Blogger দ্বারা পরিচালিত.