রিয়া চক্রবর্তীর জামিনের আবেদন খারিজ হয়ে গেল, জেলেই থাকতে হবে 'জলেবি' নায়িকাকে


Odd বাংলা ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে নেমে মাদক যোগ থাকার অভিযোগে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে গ্রেফতার করা হয় সুশান্ত মৃত্যু মামলার অন্যতম অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে। মুম্বইয়ের বিশেষ আদালতে বৃহস্পতিবার রিয়া চক্রবর্তীর জামিনের আবেদনের শুশানি ছিল। 

আরও পড়ুন- শিনা বোরা হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের সঙ্গে একই জেলে রিয়া চক্রবর্তী

এদিন শুনানি শেষে বিশেষ আদালতের তরফে জানানো হয়, রিয়া ও তাঁর ভাই শৌভিককে জামিন দেওয়া হবে কি না, তার চূড়ান্ত রায় জানানো হবে শুক্রবার ১১ সেপ্টেম্বর। এদিন সকালে বিচারক জি বি গুরাও জামিন সক্রান্ত রায় ঘোষণা করেন। রিয়া এবং শৌভিক চক্রবর্তীর সঙ্গে আরও চার জনের জামিনের আবেদনে রায় দেন তিনি। আজ আদালতে ৬ জনেরই জামিনের (রিয়া, শৌভিক, স্যামুয়েল মিরান্ডা, দীপেশ সাওয়ান্ত, আব্দুল বশিত, জায়েদ ভিলাত্রা,  এবং ) আবেদন খারিজ হয়ে যায়। যার ফলে আপাতত বাইকুলা জেলেই কাটাতে হবে রিয়া চক্রবর্তীকে।

আরও পড়ুন- 'আমি প্রতিদিন গোমূত্র খাই' বললেন অক্ষয়

তবে জামিনের আবেদনে রিয়া জানান তিনি, নিরপরাধ। তাঁর কাছ থেকে জোর করে জবানবন্দি আদায় করে নেওয়া হয়েছে। তাঁকে দিয়ে অপরাধ স্বীকার করিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করার পর তাঁকে ১৪দিনের জেল হেফাজনে রাখার নির্দেশ দেওয়া হয়। গ্রেফতারির পর তাঁক কোভিড টেস্ট করা হলে রিপোর্ট নেগেটিভ আসে। মঙ্গলবার রাতে এনসিবি-র হেফাজতে রাখার পর বুধবার সকলে তাঁকে বাইকুলা জেলে স্থানান্তরিত করা হয়। 
Blogger দ্বারা পরিচালিত.