প্রতিরক্ষা কর্মকর্তাদের বরখাস্ত করলেন সৌদি বাদশাহ, করা হতে পারে শিরচ্ছেদ



Odd বাংলা ডেস্ক: বেশ কয়েকজন প্রতিরক্ষা কর্মকর্তাকে বরখাস্ত করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। জানা গেছে, বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রাজ পরিবারের দুই সদস্যও রয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের বাদশাহর নির্দেশে ইয়েমেনে লড়াই করা সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনীর কমান্ডারের পদ থেকে যুবরাজ ফাহাদ বিন তুর্কিকে বরখাস্ত করা হয়েছে। 

এছাড়া, ফাহাদের ছেলে আবদুল আজিজ বিন ফাহাদকে ডেপুটি গভর্নরের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সৌদি আরবের বাদশাহের পক্ষ থেকে এক আদেশে বলা হয়, রাজ পরিবারের সদস্য যুবরাজ ফাহাদ বিন তুর্কি, ফাহাদের ছেলে আবদুল আজিজ বিন ফাহাদ ছাড়াও ছয়জন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করা হবে। জানা গেছে, সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আর্থিক লেনদেনের ব্যাপারে তাদেরকে সন্দেহ করা হচ্ছে। 

 সৌদি আরবের ক্ষমতাসীন লোকদের মধ্যেই কথিত দুর্নীতির ব্যাপারে অভিযান পরিচালনা করছেন যুবরাজ মুহাম্মদ বিন সালমান। যদিও সমালোচকরা মনে করছেন, নিজে ক্ষমতায় আরোহণের ক্ষেত্রে যারা বাধা হয়ে দাঁড়াতে পারেন, এখনই তাদের সরিয়ে দিচ্ছেন তিনি। আর ভবিষ্যতে তিনি সৌদি আরবের শাসক হওয়ার সমূহ সম্ভাবনা দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
Blogger দ্বারা পরিচালিত.