হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ, এই রাজ্যে জারি করা হল ১৪৪ ধারা


Odd বাংলা ডেস্ক: দুরন্ত গতিতে বেড়ে যাচ্ছে করোনার সংক্রমণ, এমন এক পরিস্থিতিতে রাজস্থান সরকারের তরফে রাজ্যের রাজধানী জয়পুর-সহ ১১টি জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। যার ফলে কোনও জায়গায় একসঙ্গে ৪জন বা তার বেশি লোকের জমায়েত নিষিদ্ধ। 

রবিবার নিজের টুইটার হ্যান্ডেলে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অশোক গহলোট। তিনি জানিয়েছেন, জনস্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যে ১১টি জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে সেগুলি হ'ল - জয়পুর, যোধপুর, কোটা, আজমির, আলওয়ার, ভিলওয়ারা, বিকানার, উদয়পুর, সিকার, পালি এবং নাগৌড়।


মুখ্যমন্ত্রী আরও বলেন, জনগণের স্বার্থে যখন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই সরকার চায় যে, সাধারণ মানুষ এই নিয়ম মেনে চলুক এবং সরকারকে সহযোগীতা করুক। সরকার বলপ্রয়োগের পরিবর্তে জনগণের সহায়তা প্রত্যাশা করে। করোনাভাইরাসের ক্রমবর্ধমান পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেছেন যে, কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা আনলক-এর প্রক্রিয়া আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.