করোনার ভ্যাকসিন পেতে সময় লাগবে ৪-৫ বছর, বললেন সেরাম ইনস্টিটিউটের প্রধান
Odd বাংলা ডেস্ক: বিশ্বের তাবড় তাবড় সংস্থা বর্তমানে করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির কাজে নিযুক্ত। বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার চিফ একজিকিউটিভ আধর পুনাওয়ালা এদিন প্রকাশ্যে আনলেন এক চাঞ্চল্যকর তথ্য। তিনি জানিয়েছেন করোনার ভ্যাকসিন তৈরি করা হলেও তা এখনি সাধারণ মানুষের কাছে পৌঁছবে না।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে আধর পুনাওয়ানা করোনার ভ্য়াকসিন নিয়ে আলোচনা করতে গিয়ে জানিয়েছেন, শীঘ্রই করোনার ভ্যাকসিন সকলের কাছে পৌঁছবে না। পুনাওয়ালার এই বক্তব্য প্রকাশ্যে আসতেই কার্যত সাধারণ মানুষের প্রত্যাশার ওপর একটা বিরাট আঘাত হেনেছে। কারণ মনে করা হয়েছিল চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের শুরুতে করোনার টিকা পাওয়া যাবে।
ভারতের সেরাম ইনস্টিটিউটের চিফ বলেছিলেন যে, সারা বিশ্বের মানুষের কাছে করোনার ভ্যাকসিন পৌঁছে দিতে ২০২৪ সালের শেষ পর্যন্ত সময় লেগে যাবে। আধর পুনাওয়ালা আরও বলেন, ফার্মা সংস্থাগুলি এখন এই অল্প সময়ের মধ্যে দ্রুত টিকা তৈরি করার জন্য উৎপাদন ক্ষমতা বাড়াচ্ছে না। যার ফলে বিশ্বের প্রতিটা মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছানোর জন্য এখনও ৪-৫ বছর অপেক্ষা করতে হবে।
Post a Comment