চালু হচ্ছে কলকাতা মেট্রো, সফরের আগে জেনে নিন 'নিউ নর্মাল'-এর নতুন নিয়মাবলী, দেখুন ভিডিও
Odd বাংলা ডেস্ক: চালু হচ্ছে কলকাতার লাইফলাইন কলকাতা মেট্রো। দীর্ঘ প্রায় ৬ মাস পর ফের ছুটবে মেট্রো রেল। তবে এবার যাতায়াতের আগে আপনার কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। কলকাতা মেট্রোর তরফে একটি ভিডিও বার্তায় বুঝিয়ে দেওয়া হয়েছে যে, কীভাবে আনলক পর্যায়ে আপনারা মেট্রো পরিষেবা পেতে পারবেন তা স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে সেই ভিডিও বার্তায়।
যেখানে বলা হয়েছে-
- আপনর নাক ও মুখ ঢাকার জন্য সর্বদা মাস্ক ব্যবহার করুন।
- কেবলমাত্র স্মার্ট কার্ড ব্যবহার করুন।
- বুকিং কাউন্টারের কাছে স্যানিটাইজার ডিসপেন্সর লাগানো হয়েছে, স্টেশনে প্রবেশের সময় অবশ্যই হাত স্যানিটাইজ করুন।
- একে অপরের থেকে ১ মিটারের দূরত্ব বজায় রাখতে হবে।
- প্লাটফর্মে ট্রেন থামর সময়সীমা বাড়ানো হয়েছে। যাত্রীরা ট্রেনে ওঠা বা নামার সময় অযথা হুড়োহুড়ি করবেন না।
- যাত্রীরা চেষ্টা করুন হালকা লাগেজ ব্যবহার করতে।
- আপনার স্মার্ট ফোনে আরোগ্য সেতু অ্যাপ অবশ্যই ডাউনলোড করুন।
- আপনার স্মার্ট ফোনে মেট্রো রেলওয়ে স্মার্টকার্ড অ্যাপ ডাউনলোড করুন। ওয়েবসাইট থেকেও আপনারা স্মার্টকার্ড রিচার্জ করতে পারেন।
- মেট্রোর প্রবেশপথে আপনার থার্মাল স্ক্রিনিং করা হবে।
- প্রবেশ ও প্রস্থানের থুতু ফেলা দণ্ডণীয় অপরাধ।
দেখি নিন ভিডিওটি-
সর্বোপরি মেট্রোরেল কর্তৃপক্ষের সঙ্গে সর্বতভাবে সহযোগীতা করুন।
Post a Comment