লকডাউনে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে রাষ্ট্রসঙ্ঘের তরফে বিশেষ সম্মান পেলেন সোনু সুদ


Odd বাংলা ডেস্ক: করোনা পরিস্থিতিতে লকডাউন চলাকালীন এবং তার পরেও হাজার হাজার আটকে পড়া পরিযায়ী শ্রমিককে নিজের ঘরে পাঠাতে মাঠে নেমেছিলেন বলিউডের বিখ্যাত 'খলনায়ক' সোনু সুদ। কিন্তু তাঁর কাজের মাধ্যমেই তিনি গরীব মানুষের কাছে হয়ে উঠেছিলেন 'রবীনহুড'। তবে দেশের মানুষকে তো বটেই সেইসঙ্গে বিদেশ থেকে অসংখ্য শিক্ষার্থীকে দায়িত্ব নিয়ে ঘরে ফিরিয়েছিলেন সোনু সুদ। 

যখনই যে কোনও সমস্যায় পড়েছেন, তাঁর মনে একজন মানুষের কথাই এসেছে, তিনি হলেন সোনু সুদ। বিপদে-আপদে একটা টুইট, তাহলেই উত্তর পাওয়া যাবে, এই আশা নিয়েই সাহায্য চেয়েছিলেন সকলে। আর কেউ নিরাশও হননি। আর ভাল কাজের একটা দাম অবশ্যই প্রাপ্য। আর সেই দামই এবার পেলেন সোনু সুদ।


অভিনেতা সোনু সুদকে রাষ্ট্রসঙ্ঘের উন্নয়ন কর্মসূচি তথা ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম(ইউএনডিপি)-এর তরফে 'স্পেশাল হিউম্যানটেরিয়ান অ্যাকশন' পুরস্কারে সম্মানিত করা হল। রাষ্ট্রসঙ্ঘের তরফে এই পুরস্কার পেয়ে খুবই উচ্ছ্বসিত সোনু। তাঁর কথায়, এটি একটি বিরল সম্মান। তবে তিনি যা করেছেন, তা অত্যন্তই সামান্য। তবে তিনি এই কঠিন সময় তিনি তাঁর সহনাগরিকদের জন্য যা করেছেন, তাতে কোনও প্রত্যাশা তাঁর ছিল না। তবে রাষ্ট্রসঙ্ঘের তরফে এমন স্বীকৃতি পেয়ে তিনি খুবই খুশি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.