রামলালার পর এবার শ্রীকৃষ্ণের জন্মস্থান পুনরুদ্ধার করতে মামলা দায়ের করা হল মথুরা আদালতে


Odd বাংলা ডেস্ক: রামের জন্মভূমির পর এবার শ্রীকৃষ্ণের জন্মভূমি জমির দাবি নিয়ে মামলা দায়ের করা হল মথুরা আদালতে। বিতর্কিত জমির স্থলে রাম জন্মভূমি পুনরুদ্ধারের মতোই শাহী ইদগা মসজিদের স্থানে সেখানকার প্রায় ১৪ একর জমিতে শ্রীকৃষ্ণ জন্মভূমির দাবি করা হয়েছে। মসজিদের সংলগ্ন স্থলেই রয়েছে কৃষ্ণ মন্দির কমপ্লেক্স। দায়ের করা মামলায় পুরো জমিটিই কৃষ্ণ জন্মভূমি বলে দাবি করা হয়েছে। ঠিক এইভাবেই ১৯৮৯ সালে অযোধ্যায় বিতর্কিত জমি রামলালার বলে দাবি করে মামলা দায়ের করা হয়েছিল। 

মামলায় অভিযোগ করা হয়েছে, কিছু মুসলিম ধর্মাবলম্বীর সহযোগীতায় শ্রীকৃষ্ণ জন্মস্থান ট্রাস্টের অন্তর্গত কাটরা কেশবের সম্পত্তিতে দখল করেছে বা অনধিকার প্রবেশ করেছে মসজিদ ট্রাস্ট। আর এই জমি দখল করার কোনও অধিকার তাঁর নেই। মসজিদ ট্রাস্টের তরফে ১৯৬৮ সালের ১২ অক্টোবর এই জমি দখল করা হয়, যা গোটাটাই ষড়যন্ত্র। 


প্রসঙ্গত, শ্রীকৃষ্ণ বিরাজমানের হয়ে মামলাকারী হলেন রঞ্জনা অগ্নিহোত্রী-সহ শ্রীকৃষ্ণের ছয় ভক্ত এবং আইনজীবী হরিশঙ্কর এবং বিষ্ণু জৈন। মামলার আবেদনে বলা হয়েছে, মামলাকারী যেহেতু নাবালক, তাই সেবায়েতদের মাধ্যমে নিজের সম্পত্তির দাবিতে মামলা করেছেন শ্রীকৃষ্ণ বিরাজমান। আর নিজের সম্পত্তি রক্ষা ও পুনুরুদ্ধারের সবরকম অধিকার রয়েছে মামলাকারীর। এক্ষেত্রে সেবায়েত বা তাঁদের অবর্তমানে বন্ধুবর্গের হাত ধরেই মামলা প্রক্রিয়া চলবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.