পরিচয়পত্র না দেখেই যৌনকর্মীদের শুকনো রেশন প্রদান করতে হবে, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট


Odd বাংলা ডেস্ক: দেশের শীর্ষ আদালতের তরফে আজ রাজ্য সরকারগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে যে, সমস্ত যৌনকর্মীকে শুকনো ব়্যাশন সামগ্রী প্রদান করতে হবে এবং তাঁদের পরিচয়পত্র না দেখেই তা করতে হবে। মহামারি পরিস্থিতিতে যৌনকর্মীদের পাশে দাঁড়ানোর কথা ভাবল শীর্ষ আদালত।

বিচারপতি এল নাগেস্বর রাও এবং অজয় ​​রাস্তোগির বেঞ্চ নির্দেশ দিয়েছেন যে, জাতীয় এইডস নিয়ন্ত্রণ সংস্থা (নাকো) এবং রাজ্য কমিটির তরফে চিহ্নিত যৌনকর্মীদের এই সুবিধা দেওয়া হোক। শীর্ষ আদালতের তরফে আরও জানানো হয়েছে, রাজ্য সরকারগুলিকে এই আদেশ বাস্তবায়ন করতে হবে এবং এর দ্বারা কতজন যৌনকর্মী উপকৃত  হবেন সে সম্পর্কে আগামী ৪ সপ্তাহের মধ্যে আদালতকে জানাতে হবে। 


এই আদেশ দেওয়ার সময় আদালতের তরফে উল্লেখ করা হয়েছে যে, এই বিষয়টি খুবই আনন্দের যে, এই সিদ্ধান্তে কোনও রাজ্য এমনকি কেন্দ্র বিরোধীতা করেনি। করোনা আবহে কার্যত মাথা তুলে দাঁড়ানোর মতো অবস্থায় নেই যৌনকর্মীরা। আর তাঁদের বাঁচাতেই এমন সিদ্ধান্তের পথে শীর্ষ আদালত। 

তবে আপাতত তাঁদের হাতে শুকনো রেশন তুলে দেওয়ার কথা বললেও আগামীতে যাতে তাঁদের কাছে আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টা করা হবে বলেও জানানো হয়েছে।  
Blogger দ্বারা পরিচালিত.