মাদক যোগ সন্দেহে সুশান্তের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে আটক করল NCB


Odd বাংলা ডেস্ক: শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের হাউস ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে আটক করেছে। আজ তাঁর মুম্বইয়ের বাড়িতে এনসিবি-র একটি দল রেইড করতে যান, সেখান থেকেই স্যামুয়েলকে আটক করা হয়। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় মাদক টক্রের যোগ থাকায় তদন্তকারী এনসিবি একই সঙ্গে রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই শৌভিকের বাড়িতেও আজ সকালে একটি অভিযান চালায়। 

সূত্রের খবর, তদন্ত অভিযান এখনও চলছে। এনসিবির ডেপুটি ডিরেক্টর কেপিএস মালহোত্রা ইন্ডিয়া টুডে-কে বলেছেন, 'এটি একটি পদ্ধতিগত বিষয়, যা আমরা অনুসরণ করছি। এটি অভিযান রিয়া এবং স্যামুয়েল মিরান্ডার বাড়িতে করা হচ্ছে।


আরও পড়ুন- ড্রাগচক্রে যুক্ত থাকার অভিযোগে রিয়া-শৌভিকের বাড়াতে হানা দিল নারকোটিক কন্ট্রোল ব্যুরো

স্যামুয়েলকে মুম্বইয়ে তার সাহার বাড়ি থেকে ২ ঘন্টা দীর্ঘ তদন্ত অভিযানের পরে নিয়ে যায় এনসিবি। অভিযানের পরে, এনডিপিএস আইনের ৬৭- এর অধীন সমন জারি করা হয়েছিল, যাতে সমস্ত পক্ষকে তদন্তে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে বলা হয়। সমস্ত গণমাধ্যমের বিশাল উপস্থিতিতে স্যামুয়েলকে আরও জিজ্ঞাসাবাদের জন্য এনসিবি কর্মকর্তাদের তত্ত্বাবধানেই রাখা হবে।
Blogger দ্বারা পরিচালিত.