সুশান্ত সিং রাজপুতকে ভুলে গিয়েছে সবাই, তাঁর মৃত্যুকে কেন্দ্র করে খবরে এখন রিয়া-কঙ্গনা আর রাজনীতি


Odd বাংলা ডেস্ক: আজ ১৪ সেপ্টেম্বর, আজ থেকে ঠিক তিন মাস আগে জুনের ১৪ তারিখেই রহস্যজনকভাবে মৃত্যু হয় সম্ভাবনাময় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। প্রথমে বলিউডের নেপোটিজম, তারপর সুশান্তের চর্চিত বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ-এর অভিযোগ আর সবশেষে ড্রাগ চক্রে যোগ থাকার অভিযোগে রিয়া চক্রবর্তীর গ্রেফতার। আর সাম্প্রতিক অতীতে যোগ হয়েছে সুশান্ত মামলাকে কেন্দ্র করে মহারাষ্ট্র সরকার এবং অভিনেত্রী কঙ্গনা রানাওয়ের মধ্যেকার খণ্ডযুদ্ধ। এসবের মাঝে যেন কোথাও গিয়ে যেন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য কোথায় গিয়ে ম্লান হয়ে গিয়েছে। 


বাস্তবের মাটিতে দাঁড়িয়ে 'জাস্টিস ফর সুশান্ত' আজ যেন একটা প্রহসন বলে মনে হয়। সুশান্তের মানসিক অবসাদ, সেই অবসাদের চিকিৎসা করানো এবং মাঝপথে চিকিৎসা বন্ধ করে দেওয়া ইত্যাদি নানা বিষয়ে নিয়ে যেখানে মুখর থাকত টেলিভিশন নিউজের প্রাইম টাইম স্লট, সেখানে সুশান্তের মৃত্যু রহস্য আজও অধরা। বরং সুশান্তের মৃত্যু মামলায় কেঁচো খুঁড়তে গিয়ে মাদক বেরিয়ে পড়েছে। আর ড্রাগ চক্রে যোগ থাকার কারণে গ্রেফতার করা হয়েছে রিয়া চক্রবর্তীকে। অন্যদিকে বাঙালি ব্রাহ্মণের মেয়ে রিয়া চক্রবর্তীকে ফাঁসানোর অভিযোগে পথেও নেমেছে এরাজ্যের কংগ্রেস। অন্যদিকে টুইটারে সোনিয়া গান্ধীকে সরাসরি আক্রমণ করেছেন কঙ্গনা রানাওত। 


এককথায় বলা চলে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য কার্যত ধামাচাপা পড়ে গিয়ে আজ তাঁকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে। সুশান্ত সিং-এর মৃত্যুকে বিহার নির্বাচনের হাতিয়ার করেছে বিজেপি। বিরোধীদের অবশ্য দাবি, নির্বাচনের পর সুশান্ত সিং রাজপুতকে বিজেপি কখনওই মনে রাখবে না। 
Blogger দ্বারা পরিচালিত.