পুরুষের চুলের যত্নে পাঁচ গুরুত্বপূর্ণ পরামর্শ



Odd বাংলা ডেস্ক: সুন্দর ও ঝলমলে চুল শুধু যে নারীদের সৌন্দর্যই বাড়ায় তা কিন্তু নয়। পুরুষদের সৌন্দর্য বাড়াতেও সুন্দর চুলের ভূমিকা অপরিসীম। যদিও অনেকেই মনে করেন পুরুষদের চুলের যত্নের তেমন দরকার নেই। ধারণাটি একদম ভুল।

সুন্দর চুলের অধিকারী হওয়ার জন্য পুরুষদেরও খানিকটা কষ্ট করতে হয়। চুলে নিয়মিত তেল দেয়া, শ্যাম্পু ও কন্ডিশনিং করা খুবই জরুরি কাজ। আর যদি সম্ভব হয় তবে সপ্তাহে অন্তত একদিন চুলে মেহেদি ব্যবহার করলে উপকার পাওয়া যাবে।

পুরুষদের চুলে খুশকি একটি সাধারণ সমস্যা। যদি কারো অনেক দিন ধরে খুশকির সমস্যা থেকে থাকে তবে মুখে ব্রণ হওয়া, চুল পড়ার মতো সমস্যা দেখা দেয়। চুলের হালকা তেল ম্যাসাজ অনেক ক্ষেত্রেই এ সমস্যার সমাধান করে। মেহেদি খুশকির সমস্যার সমাধানের সহায়ক। এরসঙ্গে ডিমের সাদা অংশ, দই, কফি, অল্প গরম জল দিয়ে ভালোভাবে পেস্ট তৈরি করে মাথায় লাগান। আধা ঘন্টা পর ধুয়ে ফেলুন।

পুরুষদের চুলের যত্নে রয়েছে ৫টি গুরুত্বপূর্ণ পরামর্শ। যা চুলের কঠিন সমস্যার সমাধান দেবে। চলুন জেনে নেয়া যাক সেগুলো-

ভালো শ্যাম্পু বাছাই করুন

বাজারে পুরুষদের চুলের উপযোগী বিভিন্ন শ্যাম্পু পাওয়া যায়। কিন্তু সপ্তাহে কয়দিন শ্যাম্পু করতে হবে, চুলের ধরণের সঙ্গে মিলিয়ে কি ধরণের শ্যাম্পু ব্যবহার করতে হবে এই ব্যাপারগুলো অনেকেই জানে না। উলটো অনেকে আজেবাজে কিংবা চুলের সঙ্গে সামঞ্জস্যহীন ব্র্যান্ড ব্যবহার করার কারণে চুলের আরো ক্ষতি করে ফেলে। তাই নিজের চুলের ধরণের সঙ্গে মিলিয়ে ভালো একটি শ্যাম্পু বেছে নিতে হবে।


শ্যাম্পুর পরে কন্ডিশনার ব্যবহার

শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহারে চুল ঝরঝরে হয়ে ওঠে। তাই শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করতে হবে। কন্ডিশনার এর স্থলে এক মগ জলে লেবুর রস দিয়েও চুল ধুয়ে নিতে পারেন। কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে কন্ডিশনার যেন চুলের গোঁড়া ও মাথার ত্বকে না লেগে থাকে সেটাও খেয়াল রাখবেন।

মাথার ত্বক ম্যাসাজ

মাথায় তেল লাগানোর সময় বা শ্যাম্পু করার সময় আঙ্গুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মাস্যাজ করতে হবে। এতে মাথার ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে। এছাড়া দিনে কয়েকবার মোটা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়াবেন।

জেল, হেয়ার স্প্রে দিয়ে অনেকক্ষণ রাখবেন না

পুরুষরা বেশিরভাগ সময় যে ভুলটি করে থাকে, তা হলো চুলে অনেক সময় ধরে জেল বা হেয়ার স্প্রে ব্যবহার করে। এতে সহজেই চুলে ময়লা ধুলোবালি আটকে যায়। এছাড়া লম্বা সময় ধরে জেল ব্যবহার করলে মাথার ত্বকের সমস্যা হতে পারে। তাই দিনের বেলা যখন আপনার বাইরে কাজ করার সম্ভাবনা বেশি তখন জেল ব্যবহার করবেন না। আর যখনই জেল বা হেয়ার স্প্রে ব্যবহার করবেন চেষ্টা করবেন দ্রুত বাসায় ফিরে চুল ধুয়ে ফেলতে।

অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়

প্রচুর জল পান করতে হবে। চা-কফি, ধূমপান ত্যাগ করতে হবে। সেলুনে অনেকে চুল কাটার পর জোরে জোরে মাথা ম্যাসেজ করিয়ে নেয়। এতে চুলের প্রচণ্ড ক্ষতি হয়। এসব করা যাবে না। আর পাঁচ মিনিটে করা যায় এরকম একটি চুলের ফ্যাশন বা স্টাইল বেছে নিতে হবে।
Blogger দ্বারা পরিচালিত.