আজ থেকে খুলে গেল তারকেশ্বর মন্দিরের দরজা, তবে গর্ভগৃহে ঢুকতে পারবেন না ভক্তরা


Odd বাংলা ডেস্ক: আজ ৪ সেপ্টেম্বর থেকে খুলে গেল তারকেশ্বর মন্দিরের দরজা। মন্দিরের একমাত্র সেবাইত মহন্ত মহারাজ সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন। করোনা মহামারির মধ্যে সমস্ত স্বাস্থ্যবিধি ও নিয়ম-কানুন মেনেই খোলা হবে মন্দির, জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

তবে আপাতত মন্দিরের গ‌র্ভগৃহে প্রবেশে অনুমতি পাবেন না ভক্তরা। তবে পুজো দিতে পারবেন, চোঙের সাহায্যে জলও ঢালতে পারবেন। দূর থেকেই বাবা তারকনাথের দর্শন করতে হবে। আজ সকাল ৬টা থেকে দুপর ১২ টা পর্যন্ত‍ রাখা হয়েছিল মন্দির। পরবর্তীকালে পরিস্থিতি বিচার করে মন্দির খোলার সময়সীমা বাড়ানোর ব‍্যাপারে চিন্তাভাবনা যেতে পারে। তবে পুনরায় মন্দির খোলার খবরে খুশি ভক্তরা।

উল্লেখ‍্য, করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ২৩ জুন রথের দিন প্রথম খোলা হয়েছিল তারকেশ্বর মন্দির। তারপর ২৪ তারিখ সকালেও খোলা হয়েছিল মন্দিরের দরজা। এরপর ২৫ জুন থেকে নির্দিষ্ট নিয়মনীতি মেনে ভক্তদের জন‍্য মন্দির খুলে দেওয়া হয়েছিল। কিন্তু তারকেশ্বর মন্দির চত্বরের আশপাশে একাধিক মানুষের করোনা আক্রন্তের খবর আসতেই মন্দির খোলার ২৪ ঘণ্টার মধ‍্যেই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। আর তাই ২৬ জুন থেকে ফের বন্ধ হয়ে যায় তারকেশ্বর মন্দির।
Blogger দ্বারা পরিচালিত.