ভক্তদের জন্য খুলে দেওয়া হল তারাপীঠ মন্দিরের গর্ভগৃহ, ভোগ ভান্ডার চালু হবে শীঘ্রই


Odd বাংলা ডেস্ক: অগাস্ট মাসে দ্বিতীয়বারের জন্য খুলে দেওয়া হয়েছিল তারাপীঠ মন্দির। আর এবার খুলে দেওয়া হল তারাপীঠ মন্দিরের গর্ভগৃহ। এবার ঠিক আগের মতোই গর্ভগৃহে ঢুকে তারা মায়ের বিগ্রহ দর্শন করতে পারবেন দর্শনার্থীরা। 

তবে করোনা পরিস্থিতিতে সমস্ত বিধিনিষেধ মেনেই গর্ভগৃহে দর্শনার্থীদের প্রবেশ করানো হবে বলে জানা গিয়েছে। তবে আগের মতো গর্ভগৃহে দাঁড়িয়ে মায়ের অঞ্জলি দেওয়া যাবে না। সামাজিক দূরত্ববিধি মেনেই মন্দিরে লাইন দিয়ে প্রবেশ করতে পারবেন ভক্তরা। 

তারাপীঠ মন্দির কমিটি সূত্রে খবর, বর্তমানে রেল পরিষেবা বন্ধ থাকায় ভক্তরা অনেক টাকা খরচ করে তারাপীঠ মন্দির দর্শনে আসছেন। কিন্তু গর্ভগৃহে না প্রবেশ করতে পেরে মন ভারাক্রান্ত ভক্তদের। আর সেই কারণেই খুলে দেওয়া হল মন্দিরের গর্ভগৃহ। জানা গিয়েছে শীঘ্রই ভোগ ভান্ডারও চালু করা হবে। সামাজিক দূরত্ব এবং সমস্ত স্বাস্থ্যবিধি মেনে ভক্তরা মন্দির চত্বরে বসেই ভোগ খেতে পারবেন। 
Blogger দ্বারা পরিচালিত.